ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

বৃষ্টিতে ভেসে গেল লর্ডস টেস্টের প্রথম দিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১০ ০০:০৪:৫৫
বৃষ্টিতে ভেসে গেল লর্ডস টেস্টের প্রথম দিন

কিন্তু দুর্ভাগ্যের বিষয় লর্ডস টেস্টের প্রথম দিনই ভেসে গেছে বৃষ্টিতে। আজ দ্বিতীয় টেস্টে ভারি বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় একটি বলও গড়ায়নি। এমনকি টসও সম্পন্ন হয়নি এই ম্যাচে। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। আগামীকাল বাংলাদেশ সময় ৪ টায় দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য এর আগে সিরিজের প্রথম ম্যাচে অলরাউন্ড পারফর্মেন্স দেখিয়েই ভারতকে পরাজিত করেছিলো ইংলিশরা। সেই ম্যাচের প্রথম ইনিংসে বিরাট কোহলির লড়াকু ১৪৯ রানের ইনিংসটি সত্ত্বেও খুব একটা সুবিধা করতে পারেনি সফরকারীরা।

ইংল্যান্ড স্কোয়াড

জো রুট (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জস বাটলার, স্ট্রুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, স্যাম কুরান, কিটন জেনিংস, অলি পোপ, ক্রিস ওকস, আদিল রশিদ, জেমি পোর্টার।

ভারত স্কোয়াড-

বিরাট কোহলি (অধিনায়ক), রবিচন্দ্র অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, করুন নায়ার, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ট, চেতেশ্বর পুজারা, আজিংকা রাহানে, লোকেশ রাহুল, ইশান্ত শর্মা, শার্দূল ঠাকুর, মুরলি বিজয়, উমেশ যাদব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে