ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

আরেকটি মমিনুল ঝড় দেখার অপেক্ষায় ডাবলিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৯ ২৩:৫২:৪৬
আরেকটি মমিনুল ঝড় দেখার অপেক্ষায় ডাবলিন

এর আগে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে বাতিল হয়ে যাওয়াতে আগামীকালের ম্যাচটিই সিরিজ নির্ধারণী হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে গত দিনের মতো আগামীকালের ম্যাচেও ব্যাট হাতে জ্বলে ওঠার প্রতীক্ষাতে আছেন টাইগারদের লিটল মাস্টার খ্যাত মমিনুল হক।

ডাবলিনের দ্যা হিলস ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচটিতে আইরিশদের রীতিমত নাকানি চুবানি খাইয়েছিলেন বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক। মাত্র ১৩৩ বলে ১৮২ রানের অনবদ্য এক ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেন মমিনুল।

মূলত তাঁর এই ঝড়ো ব্যাটিংয়ে সুবাদেই স্কোর বোর্ডে ৩৮৫ রান সংগ্রহ করেছিলো বাংলাদেশ 'এ' দল। পরবর্তীতে আইরিশরা এই লক্ষ্যে খেলতে নেমে অলআউট হয় ৩০১ রানে। ফলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মমিনুল বাহিনী।

সুতরাং সিরিজে এগিয়ে থেকেই আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৪৫ মিনিটে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে নাইম শান্তরা। তবে এই ম্যাচে একটি দুঃসংবাদ শুনতে হচ্ছে বাংলাদেশ দলকে।

জানা গেছে আগামীকাল একাদশে না থাকার সম্ভাবনা রয়েছে পেসার তাসকিন আহমেদের। কদিন আগেই কাঁধের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন এই পেসার। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে গত ম্যাচেও খেলেছিলেন তিনি।

যদিও খুব একটা সুবিধা করতে পারেননি। ৫ ওভার বোলিং করে ৪৫ রান খরচায় উইকেট শুন্য ছিলেন তাসকিন। পাশাপাশি হাতেও চোট পান তিনি। ফলে আর বোলিং করতে পারেননি এই পেসার।

আর এই কারণে আগামীকালের ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে তাসকিনের পরিবর্তে একাদশে কার জায়গা হচ্ছে সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়া আর তেমন কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।

আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলঃ

সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল-আমিন জুনিয়র, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, সাঈফ উদ্দিন, সাইফ হাসান, মোহাম্মদ মিথুন ও তাসকিন আহমেদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে