ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

একাদশ বাছাইয়ের দায়িত্ব কোচ এবং অধিনায়কের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৯ ২৩:১৩:১৭
একাদশ বাছাইয়ের দায়িত্ব কোচ এবং অধিনায়কের

আগের মতোই নির্বাচক কমিটির প্রধান হিসেবে থাকছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এবং সাবেক অধিনায়ক আকরাম খান। পাশাপাশি কোচ, অধিনায়ক, ম্যানেজার এবং নির্বাচকদের মতামতের ওপর ভিত্তি করেই দল গঠন করা হবে। এই প্রসঙ্গে বিসিবি প্রধান পাপন জানান,

'নির্বাচন প্রক্রিয়া আগে যা ছিল, সেটাই থাকছে। নির্বাচন পদ্ধতি যা ছিল, একটা কমিটি থাকবে, যেটির প্রধান অপারেশন্স প্রধান আকরাম খান, পাশাপাশি কোচ, অধিনায়ক, ম্যানেজার এবং নির্বাচকেরা কম্বিনেশনে হবে।'

এক্ষেত্রে কোচের কাজটি কি হবে সেটিও জানিয়ে দিয়েছেন পাপন। মূলত একটি মাঠের পিচ এবং কন্ডিশন কিরূপ হবে সেটাই নির্বাচকদের জানাবেন প্রধান কোচ। পরবর্তীতে তাঁর কথার ওপর ভিত্তি করে দল নির্বাচক করা হবে। তবে চূড়ান্ত একাদশ অধিনায়ক বাছাই করবেন জানিয়ে বিসিবি সভাপতির ভাষ্য,

'এখানে মনে রাখতে হবে কি ধরণের খেলা, কি ধরণের পিচ, কি কন্ডিশনে খেলা হবে সেটি কোচ বলে দেবে। নির্বাচকরা দল নির্বাচন করে পাঠাবে। চূড়ান্ত একাদশ কিন্তু অধিনায়কের। ওখানে নির্বাচক বা আমাদের কিছু বলার নেই। সেরা একাদশ মূলত অধিনায়ক, আর কোচের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে