ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

১৪-০ গোলে রেকর্ড গড়ে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৯ ২২:৪১:২৫
১৪-০ গোলে রেকর্ড গড়ে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

বৃহস্পতিবার ভূটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল। এতে তহুরা করেন জোড়া গোল। বাকি চার গোল আসে মারিয়া মান্ডা, মানিকা চাকমা, আখি খাতুন ও শামসুন্নাহারের পা থেকে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পাকিস্তানকে খেলায় ফিরতে না দিয়ে উল্টো আক্রমণে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে শামছুন্নাহার একাই করেছেন ৪ গোল। সব মিলে গোল করেন ৫টি। এছাড়া তহুরা, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও আখি খাতুন জোড়া গোল পেয়েছেন। ফলে সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নারীদের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান নারী দল।

আগামী ১৩ আগস্ট নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে