ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

তামিম-মাশরাফিদের পাশাপাশি ৩০ সদস্যের দল চান স্টিভ রোডস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৯ ২১:২০:৩৬
তামিম-মাশরাফিদের পাশাপাশি ৩০ সদস্যের দল চান স্টিভ রোডস

তাইতো দলেন নতুন কোচ স্টিভ রোডস ৩০ সদস্যের দল চান। কোচকে আশা দেখাচ্ছেন বিসিবি। এরই মধ্যে নতুন কোচকে নিয়ে আজ মিটিংয়ে বসেছিলেন বিসিবি প্রেসিডেন্টসহ অন্যান্য পরিচালকরা।

বিষয়টি নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন,‘টেস্ট সিরিজ খারাপ হয়েছে। কেন খারাপ হয়ছে, তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন। তবে ওয়ানডেতে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দল, তাতে তিনি আশাবাদী। এই ঘুরে দাঁড়ানোটা তার ভালো লেগেছে। বাংলাদেশে যে অনেকগুলো সম্ভাবনাময় ক্রিকেটার আছে, এটা তাকে আশ্বস্ত করেছে।’

বিসিবি প্রধান বলেন,‘তিনি যেমন বলেছেন, মিরাজের বল তার ভালো লেগেছে। অপুর বলও ভালো লেগেছে। মুস্তাফিজ কামব্যাক করেছে সুন্দরভাবে। এমনকি রনি ভালো করেছে। লিটন দাস শেষ ম্যাচে ভালো ইনিংস খেলেছে। মুস্তাফিজ বাদে সবারই এখনও কেবল শুরুর পর্যায়। তবে তাদের সম্ভাবনা দেখে তিনি আশ্বস্ত হয়েছেন। সামনে এশিয়া কাপে তিনি ৩০ সদস্যের দল করতে চান, যাতে আরও নতুন ক্রিকেটার দেখতে পারেন। আমরা সবাই তাতে সম্মতি দিয়েছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে