ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপের খেলার সুচিতে দারুন ঝামেলায় বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৯ ১৮:৪৫:১৬
এশিয়া কাপের খেলার সুচিতে দারুন ঝামেলায় বাংলাদেশ

কেননা,এশিয়া কাপের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২০ সেপ্টেম্বর আবুধাবিতে মুখোমুখি হবে আফগানিস্তানের। মাশরাফিরা যদি গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে ওঠে সেক্ষেত্রে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে নামতে হবে পরের দিনই। ‘সুপার ফোর’এর এই ম্যাচটি হবে আরেক শহর দুবাইয়ে। পর পর দুটি ৫০ ওভারের ম্যাচ তাও দুই শহরে খেলা বেশ কঠিন।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানকে জিঙ্গেস করা হলে তিনি বলেন,

ভারত যেহেতু জানিয়েছে এখন দেখা যাক। আসলে আমাদের ব্যাপারটা এখনই ফিক্সড করে বলা যাচ্ছে না। আমরা চ্যাম্পিয়ন হতে পারি, রানার্সআপ হতে পারি আবার কিছু নাও হতে পারি। তবুও আমরা বলে রাখবো তেমন কোনো সমস্যা হলে আমরা বলে রাখবো যেনো আমাদের কোনো সমস্যা না হয়। ভারতেরটা পরিবর্তন করলে আমাদেরটাও করবে। ভারতের সমস্যাটা আসলে খালি চোখে দেখা যাচ্ছে আমাদেরটা পরিষ্কার না কিন্তু তবুও আমরা অনতিবিলম্বে কথা বলবো।’

এখনও এশিয়া কাপের শিরোপা তুলে ধরতে না পারলেও এই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স মনে রাখার মতোই। আরএ বছর ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ হতে যাওয়ায় সম্ভাবনাটা আরও বেশিই দেখছে বাংলাদেশ ক্রিকেটের সমর্থক ও বিশেষজ্ঞরা। কারণ ক্রিকেটের এই ফরম্যাটেই বাংলাদেশের সফলতা বেশি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে