ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

পরিবারের ভয়ে যেভাবে ডোনাকে বিয়ে করেছিলেন গাঙ্গুলী!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৯ ১১:২২:৩৯
পরিবারের ভয়ে যেভাবে ডোনাকে বিয়ে করেছিলেন গাঙ্গুলী!

সৌরভের সঙ্গে তার স্ত্রী ডোনার বিয়ে হয়েছিলো ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে। এই বিয়ে ছিলো লাভ ম্যারেজ। আর প্রথমদিকে সম্পর্ক নিয়ে কিছুটা ঝামেলা হলেও পরবর্তিতে সৌরভের বাবা চন্ডী গাঙ্গুলি নিজে ধুমধাম করে তার ছোটো ছেলেকে বিয়ে দেন।

এ ব্যাপারে ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’এ সৌরভ বললেন, ‘মিডিয়া অনেক রং চড়িয়েছিল ঠিকই, কিন্তু বিয়েটা ধুমধাম করে দিয়েছিল বাবা। ‘

সৌরভ বলেন, তার আগে গাঙ্গুলি পরিবারে কেউ লাভ ম্যারেজ করেনি। আর সেই কারণেই বাড়িতে ডোনার কথা বলতে বেশ ভয় হয়েছিল তার। কিন্তু পরে তার আর ডোনার সম্পর্কের কথা জানতে পেরে চন্ডী গাঙ্গুলি সৌরভকে বলেছিলেন, ‘মন দিয়ে ক্রিকেট খেল, বাকিটা আমি সামলে নেব’।

এদিকে তার ক্রিকেটের পথ চলার শুরুও হয়েছিলো বেশ কাকতালীয়ভাবেই। ফুটবলপ্রেমী সৌরভের ক্রিকেট দলে সুযোগ হয়েছিল ‘টাইফয়েডের কারণে’।

বাংলা দলে সেবার ৭ জন ক্রিকেটার বাদ পড়েছিলেন টাইফয়েড হওয়ার কারণে। তখনই ডাক আসে সৌরভের। সুযোগের সদ্ব্যবহার করে সেঞ্চুরি হাঁঁকিয়ে বসেন তিনি। রঞ্জি দলে সুযোগ পাওয়া ছিল আরও চমকপ্রদ। দাদা স্নেহাশিষের বদলে তাকেই বাংলা দলে জায়গা করে দেওয়া হয়েছিল। সেই থেকেই তার ‘সৌরভ’ হয়ে ওঠার শুরু।

সৌরভ সেই মাপের অধিনায়ক, যিনি ভারতকে উপমহাদেশের বাইরে জেতাতে শিখিয়েছেন। ভারত একটা দল এবং ক্রিকেটে দলগত ভাবেই পারফর্ম করতে হবে- এই মানসিকতা এনে দিয়েছিলেন কলকাতার মহারাজ। আর ক্রিকেটার সৌরভের ঝুলিতে রয়েছে ওয়ানডে আর টেস্ট মিলিয়ে ২০ হাজারের উপর রান। সেঞ্চুরি ৩৮টি। সেইসঙ্গে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক বলা হয় তাকে। সৌরভ এখন বাংলা ক্রিকেটের প্রশাসক এবং একই সঙ্গে কলকাতার একটি ফুটবল দলের মালিক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে