ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

১৩৩ বলে ১৮২ রান করে রেকর্ড গড়লেন মোমিনুল হক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৮ ২০:৪৫:৫১
১৩৩ বলে ১৮২ রান করে রেকর্ড গড়লেন মোমিনুল হক

টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই মিজানুর রহমানের উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর জাকির হাসানকে নিয়ে ঘুরে দাঁড়ায় মমিনুল হক। দুজন মিলে গড়ে ২১০ রানের জুটি। জাকির হাসান ৯৩ বলে ৭৯ রান করে আউট হলেও অন্য প্রান্ত থেকে ব্যাটিং ঝড় তুলছেন মমিনুল হক।

সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। সেঞ্চুরির পর আরও বিধ্বংসী রূপে ব্যাট করতে থাকেন মমিনুল হক। ১৩৩ বলে ২৭ টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ১৮২ রান করে রান আউটের ফাঁদে পরে আউট হন তিনি। বাংলাদেশের বই এর আগে কোন ব্যাটসম্যান লিস্ট এ ক্রিকেটে ১৮০ রানের বেশি এখন পর্যন্ত করতে পারেন নি।

তবে এর পরে ব্যাটিং ঝড় শুরু করেন সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তার ৫১ বলে ৮৬ রানের উপর ভর করে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৮৫ রান সংগ্রহ করে বাংলাদেশ এ দল।

ইতিমধ্যেই তিন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রানে জিতে সিরিজে এগিয়ে যায় মুমিনুল হকের দল। তবে তৃতীয়টিতে এসে সমতায় ফেরে আয়ারল্যান্ড। স্বাগতিকরা ম্যাচটি জিতে ৩৪ রানে।

আয়ারল্যান্ড এ দল : অ্যান্ড্রু বালবিরনি, পিটার চেজ, ডেভিড ডেলনি, জর্জ ডকরেল, জনাথন গ্যাথ, শেন গেটেট, ট্রায়ন কেইন, গ্রাহাম কেনেডি, গ্যারি ম্যাকার্থি, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জেমস ম্যাককুলাম, জেমস শ্যানন, সিমি সিং, হ্যারি টেক্টর, স্টুয়ার্ট থাম্পসন, লোরাকান টাকার।

বাংলাদেশ ‘এ’ দল : সৌম্য সরকার (টি-টোয়েন্টি অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, মুমিনুল হক (ওয়ানডেতে অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন জুনিয়র, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে