ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

যেসব বলিউড তারকার স্বামী বিদেশ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৮ ১২:৪০:৪৭
যেসব বলিউড তারকার স্বামী বিদেশ

শিল্পা শেঠি: ‘বাজিগর’ দিয়ে ক্যারিয়ারের শুরু। ২০০৭ সালে জেতেন ব্রিটিশ সেলেব্রিটি রিয়েলিটি শো। ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা। রাজ ব্রিটেনের একজন এনআরআই ব্যবসায়ী। রয়েছে এক ছেলে।

পূজা বাত্রা: ১৯৯৭ সালে পূজার ‘ভিরাসত’ ছবিটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ২০০২ সালে ক্যালিফোর্নিয়ার অর্থোপেডিক সার্জন সোনি আলুওয়ালিয়াকে বিয়ে করেন সুপারমডেল-নায়িকা পূজা। ২০১১ সালে যদিও বিচ্ছেদ হয়ে গেছে তাদের।

জুহি চাওলা: বলিউডের অন্যতম অভিনেত্রীদের একজন জুহি। তিনি বিয়ে করেছেন ব্রিটেনের প্রবাসী ব্যবসায়ী জয় মেহতাকে। বহু বছর পর ছবিতে কামব্যাক করেছেন জুহি। রয়েছে এক ছেলে, এক মেয়ে।

মাধুরী দীক্ষিত: আমেরিকার প্রবাসী চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে ১৯৯৯ সালে বিয়ে হয় ‘ধক ধক’ গার্লের। ক্যারিয়ারের শীর্ষে ছিলেন তখন। বহু বছর পর ‘আজা নাচলে’ ছবিতে কামব্যাক করেন মাধুরী। দুই ছেলে রয়েছে তার।

মীনাক্ষী শেষাদ্রী: মাত্র ১৭ বছর বয়সে মিস ইন্ডিয়া খেতাব পেয়েছিলেন। নায়িকা হিসাবেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ১৯৯৫ সালে তিনি বিয়ে করেন হরিশ মাইসোর নামে ব্রিটেনের এক প্রবাসী ইনভেস্টমেন্ট ব্যাংকারকে। রয়েছে দুই সন্তান।বর্তমানে নাচের শিক্ষিকা মীনাক্ষী।

মুমতাজ: অনেকেরই মন ভেঙে গিয়েছিল, যখন মুমতাজ বিয়ের কথা ঘোষণা করেন। মার্কিন মুলুকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ময়ূর মাধওয়ানির সঙ্গে ১৯৭৪ সালে বিয়ে হয় ‘ঝিল কে উস পর’ নায়িকার। তার দুই মেয়েও রয়েছে। নায়িকা হিসাবে আর কামব্যাক করেননি মুমতাজ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে