ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

কোচের যে সিদ্ধান্ত বদলে দিয়েছে সালমা-রুমানাদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৭ ২২:০৬:৫৫
কোচের যে সিদ্ধান্ত বদলে দিয়েছে সালমা-রুমানাদের

৭ জুলাই, মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নারী দলের সফলতা নিয়ে কথা বলেন দেবিকা।

দেবিকা বলেন, ‘আমি জানি না আগের কোচ তাদের কী দিয়েছে। এখন প্রধান কোচ তাদের স্বাধীনতা দিয়েছে। তারা ভালো করছে। প্রায় প্রতি ম্যাচেই আমরা মেয়েদের ব্যাটে দুই-তিনটা করে ছক্কা পাচ্ছি। আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছি। প্রতি ম্যাচে যদি এভাবে ছয়-সাতটা করে ছক্কা পাই তাহলে দারুণ ব্যাপার হবে। কিন্তু আমি মনে করি না যে তাদের পাওয়ার হিটিংয়ে দুর্বলতা আছে। এ ক্ষেত্রে মানসিকতাটাই আসল।’

এই মুহূর্তে কোচদের চিন্তা মেয়েদের ফিটনেস ও আসন্ন বিশ্বকাপ নিয়ে। দৃষ্টি আছে টেস্ট স্ট্যাটাসেও। এশিয়া কাপের শিরোপা, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শিরোপা জয়; এসব সাফল্য বড় স্বপ্ন দেখাচ্ছে কোচদের।

দেবিকা বলেন, ‘আমরা চাইব এই দল টেস্ট স্ট্যাটাস অর্জন করুক। সত্যি কথা বলতে, আমরা এখন শর্ট টার্ম চিন্তা করছি। আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে আসন্ন বিশ্বকাপ। আমরা এখন মেয়েদের ফিল্ডিং ও ফিটনেস নিয়েও কাজ করছি। ১৫ দিনের জন্য আমরা ফিটনেস ও ফিল্ডিংয়ে ফোকাস করছি। ঈদের পর ওদের স্কিল নিয়ে কাজ করা হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে