ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

স্টোকসের বিচার শুরু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৭ ২১:৩৫:৪১
স্টোকসের বিচার শুরু

এমনকি তার তৃতীয় টেস্ট খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। মূলত নাইট ক্লাবের সামনে মারামারির ঘটনার বিচার শুরু হওয়ায় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না তিনি।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইংলিশদের জয়ের নায়ক ছিলেন স্টোকস। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৬ উইকেট। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। আর এর মধ্য দিয়েই ভারতের হাত থেকে ম্যাচটি ইংল্যান্ডের নিয়ন্ত্রণে চলে যায়। এছাড়া ভয়ঙ্কর হয়ে ওঠা হার্দিক পান্ডিয়াকেও ফেরান স্টোকস।

গেল বছর সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন ব্রিসটলের একটি নাইটক্লাবের সামনে মারামারিতে জড়িয়ে পড়েন স্টোকস। তার বিরুদ্ধে দুই জন ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ ওঠে। সেই সাথে দুইজন সমকামী ব্যক্তিকেও উত্যক্ত করেন। এ ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে ব্রিসটল ম্যাজিস্ট্রেট কোর্ট স্টোকসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। সোমবার বিচার কাজ শুরু করে আদালত। ফলে শুনানীতে হাজিরা দিতে হচ্ছে এই অল রাউন্ডারকে।

এ ঘটনায় জড়িয়ে দল থেকেও বাদ পড়েন স্টোকস। যায়গা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশ অ্যাশেজ স্কোয়াডেও। তবে বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ফেরেন স্টোকস।

যদিও স্টোকস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল হতে পারে তার।

সূত্র : ডেইলি মেইল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে