ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ হকির চূড়ান্ত দল ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৭ ২১:৩১:১৫
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ হকির চূড়ান্ত দল ঘোষণা

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশসহ খেলবে ১১টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’তে। জিমি-চয়নদের গ্রুপ সঙ্গী মালয়েশিয়া, পাকিস্তান, ওমান, থাইল্যান্ড ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

এশিয়ান গেমসকে সামনে রেখে বেশ ভালো প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ হকি দল। ভারতে ৬টি ও দক্ষিণ কোরিয়ায় ৫টি প্রস্তুতি ম্যাচ খেলেছে গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা।

এশিয়ান গেমসের হকি ডিসিপ্লিনে বাংলাদেশ এপর্যন্ত নয়বার অংশ নিয়েছে। সেরা সাফল্য সেই ১৯৭৮ সালে নিজেদের প্রথম আসরে ষষ্ঠ হওয়া। এরপর ৭ম, ৮ম বা ৯ম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার নির্দিষ্ট লক্ষ্য ঠিক না করলেও বড় দলগুলোর বিপক্ষে ভালো খেলার প্রত্যয় বাংলাদেশ দলের।

২০ আগস্ট ওমানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ আগস্ট প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ২৪ আগস্ট মালয়েশিয়া, ২৬ আগস্ট থাইল্যান্ড আর ২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৮ সদস্যের চূড়ান্ত দল :

অসীম গোপ (গোলরক্ষক), আবু সাইদ নিপ্পন (গোলরক্ষক), মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ সিতুল, মোহাম্মদ আশরাফুল ইসলাম, কামরুজ্জামান, সোহানুর রহমান সবুজ, সারওয়ার হোসেন, রুমান সরকার, নাইম উদ্দিন, মোহাম্মদ ফজলে হোসেন রাব্বী, রাসেল মাহমুদ জিমি, পুস্কর খীসা মিমো, মিলন হোসেন, মইনুল ইসলাম, আরশাদ হোসেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে