ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

হিরো আলমের নতুন আকর্ষণ টারজান(ট্রেলার)

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৭ ২০:১৯:৫৯
হিরো আলমের নতুন আকর্ষণ টারজান(ট্রেলার)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘টারজান দ্য হিরো আলম’। নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে হিরো আলম জানান, টারজান চরিত্রে অভিনয় করেন তিনি বেশ আনন্দ পেয়েছেন।

ছবিটিতে হিরো আলমের সঙ্গে অভিনয় করেছেন রুবিনা, অমি রুবেল ও অন্যান্যরা। পরিচালনা করেছেন ইয়াসিন বিন আরিয়ান। প্রযোজনা করেছে বিডি এন্ড কম। শিগগিরই মুক্তি পাবে ‘টারজান দ্য হিরো আলম’।

এক সময় নিজের তৈরি গান-ভিডিওতে ধরা দিতেন হিরো আলম। ব্যাপক পরিচিতির পর তাকে কেন্দ্র করে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হয়। অভিনয় করেন ‘মার ছক্কা’ শিরোনামের সিনেমায়। হিরো আলম জানান, হাতে নতুন একটি সিনেমার প্রস্তাব আছে।

ট্রেলার দেখুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে