ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

ভুয়া ইনস্টাগ্রামে বিপাকে সৌরভ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৭ ১৮:৪৪:৩৪
ভুয়া ইনস্টাগ্রামে বিপাকে সৌরভ!

আসলে সৌরভের নামে ইনস্টগ্রাম পেজ খুলে কেউ একজন এমনটা করেছে। আর সেটা সৌরভের মন্তব্য ভেবেই ধরে নিয়েছেন সবাই। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সৌরভের সেই সমালোচনা মেনে নিতে পারেননি স্বাভাবিকভাবেই।

তবে পরিস্থিতি শান্ত হলো সোমবার সৌরভের করা টুইটে। যেখানে সৌরভ বলেছেন, তার নামে করা ওই ইনস্টাগ্রাম পেজটি ভুয়া। বিরটা কোহলি এবং একজন ভারতীয় সাংবাদিককে ট্যাগ করে সৌরভ লিখেছেন, ‘আমার ইনস্টাগ্রাম পেজটি ভুয়া। দয়া করে কেউ এই পেজ থেকে কোনো খবর বা বক্তব্য তুলে ধরবেন না। আমি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে দ্রুত রিপোর্ট করব।’

এজবাস্টন টেস্টে বিরাট কোহলির বীরত্ব গাঁথার পরও হেরে যায় ভারত। যেখানে দুই ইনিংস মিলে ২০০ রান (১৪৯+৫১) করেন কোহলি। শেষ দিন ৮৪ রান প্রয়োজন ছিল ভারতের। হাতে ৫ উইকেট। উইকেটে ছিলেন কোহলিও। কিন্তু পারেননি তিনি বা তার দল। নিজেদের হাজারতম টেস্টে ৩১ রানে ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। লর্ডসে দুই দলের দ্বিতীয় টেস্ট ৯ আগস্ট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে