ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

'কৌশলগত দিক থেকে অনেকের চেয়ে এগিয়ে বাংলাদেশ'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৭ ১২:৪৮:৫১
'কৌশলগত দিক থেকে অনেকের চেয়ে এগিয়ে বাংলাদেশ'

সদ্য দলের সাথে যোগ দেয়া ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি বাংলাদেশ দলকে দেখেছেন খুব কাছ থেকে। দলের শক্তি দুর্বলতা সবই চোখে লেগেছে তাঁর। বাংলাদেশের ক্রিকেটাররা অনেক এগিয়ে। আর এটাকে পুঁজি করেই ক্রিকেটে টাইগারদের ভালো করতে হবে বলে মন্তব্য করেছেন ম্যাকেঞ্জি। এছাড়াও দলের তরুণ খেলোয়াড়দের প্রশংসাতে ভাসিয়েছেন প্রোটিয়াদের সাবেক এই ব্যাটসম্যান।

সাবেক আফ্রিকান এই ব্যাটসম্যান বলেন, ‘আমার জন্য বাংলাদেশ দল নিয়ে কাজ করাটা অনেক বড় ব্যাপার। এই দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছেন। দলের ঘাটতি বলতে একটাই, সেটা অন্য দলগুলোর মত পাওয়ার হিটার নেই বাংলাদেশে। কিন্তু কৌশলগত দিক দিয়ে অনেকের চেয়ে তাদেরকে এগিয়ে রাখবো আমি।’

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স ধারাবাহিক। তবে রঙ্গিন পোশাকের সবচেয়ে সীমিত সংস্করণে বেশ নির্বিষ টাইগাররা। সেটা নিয়েও কথা বলেছেন এই আফ্রিকান। ম্যাকেঞ্জি আরো বলেন, ‘ওয়ানডে আর টি-টোয়েন্টি শুধু আলাদা দুটি ফরম্যাটই না, এখানে ভিন্ন গেম প্ল্যান নিয়ে মাঠে নামতে হয়। টি-টোয়েন্টি ভালো করতে হলে, প্রতিপক্ষ কি করতে পারে এ বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। একই সঙ্গে নিজের ওপর বিশ্বাস থাকলে টি-টোয়েন্টিতেও ভালো করা সম্ভব। আমার বিশ্বাস ধীরে ধীরে বাংলাদেশ এই ফরম্যাটটাতেও ভালো করবে।’

বাংলাদেশে সাস্কিব, তামিম, মুশফিকদের মত অভিজ্ঞ খেলোয়াড়দের থাকার ফলে সুবিধাই হয়েছে তাঁর। নিজেকে তরুণদের সাথে কাজ করার জন্য বেশি সময় দিচ্ছেন তিনি। তাঁর বিশ্বাস বিশ্বকাপের আগেই সব দুর্বলতা কাটিয়ে উঠবে টাইগাররা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে