ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

'মেয়েদের প্রমোশন মানেই তো বসের সঙ্গে'

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৭ ০০:৫৯:১০
'মেয়েদের প্রমোশন মানেই তো বসের সঙ্গে'

প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, জয়া আহসান, মিমি চক্রবর্তী এবং নুসরাতকে দেখা যাবে ‘ক্রিসক্রস’-এ। যেখানে কাউকে দেখা গেছে সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে, আবার কাউকে দেখা গেছে একজন ডাকাবুকো অভিনেত্রীর চরিত্রে। আবার কাউকে দেখা গেছে গৃহবধূ হয়ে কীভাবে প্রতিদিনের জীবনে লড়াই করে তাকে এগিয়ে যেতে হচ্ছে। সবকিছু মিলিয়ে ‘ক্রিসক্রস’-এর লড়াকু গল্প নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত বাংলা সিনেমা দুনিয়া।

আর এবার সিনেমা মুক্তির আগে মেয়েদের জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরলেন জয়া আহসান। কখনও মেয়েদের চাকরি করা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। আবার কখনও বলা হয়, মেয়েরা অফিসে প্রমোশন পাওয়া মানে, কিছু তো সন্দেহজনক আছেই। আবার কখনও অফিসে মেয়েদের পোশাক-আশাক নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়।

অর্থাৎ, ‘মেয়েরা তো শখে চাকরি করেন’, এমন মন্তব্যও করতে শোনা যায় অনেককে। কিন্তু, এবার সময় এসেছে সেই মানসিকতা পাল্টানোর। পুরুষের পাশাপাশি নারীও কীভাবে কাধে কাধ মিলিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই মনের জোরকে এবার প্রকাশ্যে তুলে আনুন। নারীদের হেলাফেলা না করে, চাকরিক্ষেত্রে তাদেরও সমান গুরুত্ব দিন। এবার এমনই বার্তা দিলেন জয়া আহসান।

ভিডিও লিংক...

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে