ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

এক নম্বরে ধোনি,জেনেনিন মুশফিকের অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৬ ২১:৪২:১৩
এক নম্বরে ধোনি,জেনেনিন মুশফিকের অবস্থান

টি২০ ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৩ ডিসমিসাল আর ১ হাজার ১১৫ রান করেছেন তিনি। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচে গ্লাভস হাতে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেকে আরও সামনে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মুশফিকের।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডিসমিসালের তালিকায় শীর্ষে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সর্বোচ্চ ৫৪টি ক্যাচ আর ৩৩টি স্ট্যাম্পিংয়ে ৮৭ ডিসমিসাল নিয়ে এক নম্বরে রয়েছেন ভারতকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক।

৬০ ডিসমিসাল নিয়ে দুই নম্বরে রয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক কামরান আকমল। ৫৫ ডিসমিসাল নিয়ে তিনে ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিন। আর আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ৫৪ ডিসমিসাল নিয়ে এই তালিকায় চার নম্বরে।

আর ৫৩ ডিসমিসাল নিয়ে পাঁচ নম্বরে বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহীম। ব্যাট হাতে এক হাজার রান ও ডিসমিসালের হিসেব করলে মুশফিকের অবস্থান হবে ৩ নম্বরে। এই তালিকাতেও সবার উপরে থাকবে ধোনী।

তিনি ৮৭ ডিসমিসাল আর ১ হাজার ৪৮৭ রান নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছেন। আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ৫৪ ডিসমিসাল আর ১ হাজার ৯০৬ রান নিয়ে এই তালিকার ২ নম্বরে। ১ হাজার ১১৫ রান আর ৫৩ ডিসমিসাল নিয়ে মুশফিক তিন নম্বরে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নেমে আর দুটি ডিসমিসাল করতে পারলেই শীর্ষ ডিসমিসালকারী উইকেটরক্ষকের তালিকায় ৪ নম্বরে উঠে আসবেন মুশফিকুর রহীম। সঙ্গে ব্যাট হাজার রান করা উইকেটরক্ষকদের তালিকার দুই নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে এই টাইগার উইকেটরক্ষকের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে