ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ১ যুগ পূর্তি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৬ ১৮:০২:০০
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ১ যুগ পূর্তি

আজ তার আন্তর্জাতিক ক্রিকেটের এই এক যুগে যেমন প্রশংসা কুড়িয়েছেন তেমন নানা সময়ে পেতে হয়েছে সমালোচনার ফুলঝুরি।। তবুও থেমে থাকেন নি।। হয়েছেন ক্রিকেটের ৩ ফরম্যাটের সেরা অল রাউন্ডার।। শত শত রেকর্ড এর মালিক।

সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচটিতে ব্যাট এবং বল হাতে অলরাউন্ড পারফর্মেন্স উপহার দিয়েছিলেন সাকিব।

আর আজ এক যুগ পূর্ণ করলেন বর্তমান ট-টোয়েন্টি চ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের মধ্য দিয়ে। এমন বিশেষ দিন উদযাপনের জন্য এর থেকে দারুণ উপলক্ষ আর কি হতে পারে সাকিবের জন্য?

সাকিবের ১২ বছরের ক্যারিয়ার:১২ বছরের এই ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৮৮টি ওয়ানডে, ৫২ টি টেস্ট ও ৬৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আর বর্তমান টেস্ট এবং টি টোয়েন্টি অধিনায়ক।

ওয়ানডে সাকিব ৫৪৩৩ রান সংগ্রহ করার পাশাপাশি ২৩৭টি উইকেট শিকার করেছেন তিনি।এই ফরম্যাটে ৩৯টি অর্ধশতকের সাথে আছে ৭টি শতক।

অন্যদিকে ৬৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলা এই অলরাউন্ডারের রান সংখ্যা ১৩৬৮ এবং উইকেট সংখ্যা ৮০টি।

আর টেস্টে সাকিব ৫৩ টেস্ট খেলা সংগ্রহ ৩৬৯২ রান। পাশাপাশি এই ফরম্যাটে ১৯৬টি উইকেট শিকার করেছেন তিনি।

শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয় আইপিএল থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বের নামকরা সবগুলো ঘরোয়া টুর্নামেন্টেই খেলেছেন তিনি। এরই সাথে অভিজ্ঞতার ঝুলিও ভারি করেছেন।

দীর্ঘ এই ১২ বছরে দেশের ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার খ্যাত বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান।

আপনার জন্য শুভ কামনা চ্যাম্পিয়ন। এভাবেই এগিয়ে যান আর দেশের জন্য বয়ে আনুন আরো শত শত অর্জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে