ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

৩ উইকেট নিয়ে যেভাবে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন মোস্তাফিজ (ভিডিও)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৬ ১৭:৪৪:২৮
৩ উইকেট নিয়ে যেভাবে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন মোস্তাফিজ (ভিডিও)

বাংলাদেশ দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নামলে উইন্ডিজদের শুরুটা ভাল করতে দেননি কাটার মাস্টার।শুরুতেই আন্দ্রে ফ্লেচারকে তার প্রিয় শটে ফাঁদে ফেলে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান।

পরবর্তীতে দিনেশ রামদিন ও রভম্যান পাওয়েল চেষ্টা করেছেন দলকে টেনে নিতে। কিন্তু গতি পায়নি ইনিংস।পাওয়ালকেও ফিরিয়ে দেন এই কাটার মাস্টার।

এর পর প্রায় মরা ম্যাচ জীবন্ত হয় আন্দ্রে রাসেলের খুনে ব্যাটিংয়ে। গিয়েই শুরু করেন ছক্কার ঝড়। প্রথম ২৪ রান করেন ৪ ছক্কায়!

রাসেলের ব্যাটেই অভাবনীয় কিছুর আশায় ছিল ক্যারিবিয়ানরা। সেই আশার কফিনে পেরেক ঠুকে দেন মুস্তাফিজ। ৬ ছক্কায় ২১ বলে ৪৭ রান করা রাসেলকে ফিরিয়ে সরিয়ে দেন শেষ বাধা।

ফ্লোরিডার আকাশের কান্না শুরু এরপরই। বাংলাদেশের জন্য যা আনন্দ বৃষ্টি। সিরিজের প্রথম সকালে ৪৩ রানে গুটিয়ে শুরু হয়েছিল যে সফর, সেটির সমাপ্তি হাসি, নাচ আর জয়ের উচ্ছ্বাসে মাঠ প্রদক্ষিণে।

মোস্তাফিজের ৩ উইকেটের ভিডিও দেখুনঃ-

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে