আনন্দের চেয়ে ক্ষোভই বেশি তামিমের

নাকি অ্যাশলে নার্সকে খেলতে হবে বলে স্ট্রাইকে ছিলেন না?
—ওয়ানডেতে ওর ৩০ ওভার খেলেছি, দেখেননি? এ ম্যাচেও (দ্বিতীয় টি-টোয়েন্টি) তো খেললাম। শুধু একবার (প্রথম টি-টোয়েন্টি) আউট হয়েছি বলে পালিয়ে থাকার ছেলে আমি না। তা ছাড়া নার্স তো আর মুজিব না!
মুজিব উর রহমান আফগানিস্তানের। দেরাদুনে প্রথম টি-টোয়েন্টির প্রথম বলেই এ আফগান তুলে নিয়েছিলেন তামিম ইকবালকে। পরের দুই ম্যাচে নিজে থেকেই প্রথম বলে আর তাঁর মুখোমুখি হননি তামিম। তবে খোঁজ নিয়ে জানা গেছে শনিবারের প্রেক্ষাপট ভিন্ন। কোচ স্টিভ রোডস চাননি বলেই প্রথম বলে নন স্ট্রাইকার তামিম, ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৩৫৯তম আন্তর্জাতিক ইনিংসে নবমবারের মতো। দলের ভেতরের খবর এ নিয়ে ম্যাচের ৪৮ ঘণ্টা আগে থেকেই ভেতরে ভেতরে ফুঁসছিলেন তিনি। ম্যাচের পর কোচের সঙ্গে তামিমের আলিঙ্গনে উষ্ণতা কি ছিল না সে কারণেই?
তাঁর কাছ থেকে উত্তর পাওয়া গেল না। সিরিজে সমতা আনা ম্যাচের নায়ক তো নাকি ফোর্ট লডারডেলে একমাত্র প্র্যাকটিস সেশন শুরুর আগেই গজরেছিলেন ড্রেসিংরুমে। মাঠে কোচের কাছ থেকে ‘দলের স্বার্থে প্রথম বল না খেলার’ সিদ্ধান্ত নিয়ে ড্রেসিংরুমে ফিরেই সতীর্থদের বিষয়টি জানান তিনি। বলার অপেক্ষা রাখে না, তামিমের সে জানানোয় যথেষ্টই ‘উষ্ণতা’ ছিল! ১২ বছরে সাড়ে তিন শ আন্তর্জাতিক ইনিংসে প্রথম বল খেলে ফেলা কাউকে ‘দলের স্বার্থে’ সরে যেতে বলা মানে তাঁর সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করে ইগোকে ক্ষতবিক্ষত করা। জাতীয় দলের এক সিনিয়র ক্রিকেটারও তাই মনে করেন, ‘দেখুন, প্রথম বল খেলাটা ওপেনারদের ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। এটা দুই ওপেনার নিজেদের মধ্যে ঠিক করে নেয়। আমাদের তো সেটা নিয়ে ভাবারই দরকার নেই। সেই কবে থেকে প্রথম বল ফেইস করছে তামিম। সিদ্ধান্ত ও নিজে নিলে ঠিক ছিল।’
কিন্তু সিদ্ধান্তটা কোচের। স্টিভ রোডস হয়তো ধরেই নিয়েছিলেন যে, তামিম গার্ড নিলেই অফস্পিনার অ্যাশলে নার্সের হাতে বল তুলে দেবেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। তাতে পুনরাবৃত্তি হতে পারে প্রথম টি-টোয়েন্টির। তবে আধুনিক ক্রিকেটে ব্যাটসম্যানের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ অধিনায়ক যে বোলারও বদলে দিতে পারেন, সে চিন্তা কি কোচের মনে উঁকি দেয়নি? সেটি বাংলাদেশ কোচের চিন্তাশক্তির ব্যাপার। লিটন কুমার দাশকে স্ট্রাইক নিতে দেখে লেগস্পিনার স্যামুয়েল বদ্রিকে দিয়ে বোলিং শুরু করান ব্রাথওয়েট, যাঁকে ক্যারিবীয় স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি সমীহ করে তামিম, ‘এই ফরম্যাটে বদ্রি ওয়ার্ল্ডক্লাস লেগস্পিনার। সত্যি বলতে ওকে খেলতেই সবচেয়ে বেশি অস্বস্তি লেগেছে।’
কোচের যুক্তি খোঁড়া মনে হয়েছে আরো কয়েকটি কারণে। লিটন যদি প্রথম বলেই একটা সিঙ্গেল নিতেন, তাহলে তো দ্বিতীয় বলেই তামিম বনাম নার্স! অবশ্য ম্যাচে নার্সের প্রথম বলটাই খেলেছেন তামিম, দ্বিতীয় বল গেছে বাউন্ডারিতে। ক্যারিবীয় অফস্পিনারের করা ওই ওভারের শেষ বলটাও বাউন্ডারিতে পাঠিয়েছেন বাঁহাতি ওপেনার। এ ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়েছেন নার্স, যার ১৪ রানই এসেছে তামিমের ব্যাট থেকে। আর কি দুর্ভাগ্য স্টিভ রোডসের, নার্সের নেওয়া দুটো উইকেটই ডানহাতি ব্যাটসম্যান—লিটন ও মুশফিকুর রহিমের!
অবশ্য দেশীয় ক্রিকেট সংস্কৃতির প্রেক্ষাপটে কোচ এক অর্থে তামিম ইকবালের উপকারই করেছেন। একটু ‘অস্বস্তি’তে ফেলে দিলেই যে বের হয়ে আসে এ দেশীয় তারকা ক্রিকেটারদের সেরাটা! শনিবার ষষ্ঠ ফিফটি করেছেন তামিম টি-টোয়েন্টিতে। একটা সেঞ্চুরি আছে, সঙ্গে দুটো আশি পার করা ইনিংস। তবে তাঁর পঞ্চাশোর্ধ্ব ইনিংসগুলোর মধ্যে স্ট্রাইকরেট বিবেচনায় শনিবারেরটিই সেরা, ১৬৮.১৮। টেস্ট সিরিজটা ভালো যায়নি। তবে ওয়ানডেতে দুটো ম্যাচ সেরার সঙ্গে মিলেছে সিরিজ সেরার পুরস্কারও। টি-টোয়েন্টিতেও পুরস্কার মিলে গেছে একটা। আজ সিরিজ নির্ধারণী ম্যাচেও বড় কিছুর আশা তাঁর কাছে।
তবে তামিমের নিজের গন্তব্য আরো দূরের পথ। টি-টোয়েন্টির আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটে ব্যক্তিগত নৈপুণ্যের ব্যবধান কমানোই তাঁর লক্ষ্য। এ ফরম্যাটের আন্তর্জাতিক পর্যায়ে ৭১ ম্যাচে তামিমের গড় ২৩.৬৯, স্ট্রাইকরেটেও অপূর্ণ যুগের দাবি, ১১৬.৬২। অথচ ঘরোয়া টি-টোয়েন্টিতে ৪৭০৯ রান করে ফেলা তামিমের ব্যাটিং গড় ২৯.৯৯, যা ওয়ানডের পঞ্চাশ ছুঁই ছুঁই সমতুল্য। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য রয়েছে টেস্ট ও ওয়ানডেতে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে বরং ঘরোয়া টি-টোয়েন্টির পরীক্ষাই বেশি কঠিন। সে পরীক্ষায় উতরে যাওয়া তামিম কেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পিছিয়ে—প্রথম বল নিয়ে অহেতুক না ভেবে নতুন কোচ এ বিষয়টি ভেবে দেখলেই ভালো। কোচের কাজই তো এটা।
তবে তিনি, তামিম ইকবাল কাজ শুরু করে দিয়েছেন। ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জির নিয়োগকে নিজের এবং দলের বাকি ব্যাটসম্যানদের জন্য আশীর্বাদ বলেই মনে করছেন তিনি, ‘রাতারাতি তো আর কিছু হয় না। তবে ব্যাটিং কোচ দারুণ কাজ করছেন। উনার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো, সবার সঙ্গেই ভালো।’
এর মধ্যে কোথাও স্টিভ রোডসের নাম নেই। অবশ্য দলের অন্দরমহলের যা খবর, তাতে এটা ‘অকল্পনীয়’ও নয়।
কারণ: তাঁকে দলের স্বার্থে ইনিংসের প্রথম বল ‘ফেইস’ করতে বারণ করেছিলেন বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস। যা মোটেও ভালোভাবে নেননি তামিম ইকবাল। ফোর্ট লডারডেলে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশ দলের একমাত্র অনুশীলন সেশনে কোচের এমন নির্দেশনা পাওয়া এ বাঁহাতি ওপেনার ড্রেসিংরুমে ফিরে সতীর্থদের সামনে ফুঁসেও উঠেছিলেন।
সংখ্যায়
১. ফ্লোরিডায় প্রথমবার কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলল বাংলাদেশ। সাকিবরা সেটা স্মরণীয় করেছেন ১২ রানের জয়ে। বাংলাদেশের ১৭১ রানের জবাবে ক্যারিবীয়রা থামে ১৫৯ রানে। তিনটি করে উকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম।
২. দুই বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টিতে ফিফটি পেলেন সাকিব আল হাসান। সবশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিফটি করেছিলেন তিনি। ৫০ রানের ইনিংস খেললেন ১৬ ইনিংস পর। অধিনায়ক হিসেবে ১৩তম ম্যাচে ফিফটি করলেন প্রথমবার।
৫. নিদাহাস ট্রফির পর টি-টোয়েন্টিতে টানা ৫ ম্যাচ হেরেছিল বাংলাদেশ। গতকাল বৃত্তটা ভাঙল সাকিব আল হাসানের দল। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে জয় পেল ৫ ম্যাচ পর।
৬. টি-টোয়েন্টি ষষ্ঠ ফিফটি করলেন তামিম ইকবাল। ৫০ রানে পা রেখেছেন ৩৫ বলে। তিনি অবশ্য জীবন পেয়েছিলেন ৪৭ রানে। সেটা কাজে লাগিয়ে খেলেছেন ৭৪ রানের ইনিংস। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও।
২২. আন্দ্রে রাসেলের করা ১৬তম ওভারে ২২ রান নিয়েছিলেন তামিম ইকবাল। প্রথম পাঁচ বলের স্কোর ৬, ০, ৬, ৪, ৬। শেষ বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে ফেরেন তামিম। ভাঙে সাকিব আল হাসানের সঙ্গে ৫০ বলে ৯০ রানের জুটি। এই জুটিতেই বড় স্কোরের ভিত পায় বাংলাদেশ।
৪৪. ডট বল বরাবরই সমস্যা বাংলাদেশের ব্যাটিংয়ে। গতকালের ইনিংসে ডট বল ছিল ৪৪টি। ১২০ বলের ম্যাচে ৪৪টি বলে রান করতে না পারায় স্কোরটা ২০০ পার হয়নি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- আবারও বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- একাধিক গণমাধ্যমে দাবি ‘নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর’ জানা গেল খবরের সত্যতা
- ওবায়দুল কাদেরের মৃত্যু, জানা গেল সত্যতা
- চরম দু:সংবাদ: ভিসা বন্ধ ঘোষণা
- আফগানিস্তান ইংল্যান্ডকে হারানোর পেছনের নায়ক বাংলাদেশের বুলবুল
- বাংলাদেশের একটি শক্তির কারণে যুদ্ধে জড়াবে না ভারত
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আগামী নির্বাচনকে ঘিরে আত্মপ্রকাশ করছে ৩টি বড় রাজনৈতিক জোট
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- কঠিন সমীকরণ: শেষ ম্যাচ না জিতেও সেমি ফাইনাল খেলবে আফগানিস্তান
- মাসের শুরুতেই কমলো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- নতুন উপদেষ্টা হলেন মাহফুজ আলম
- বড় সুখবর পেল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা