ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

সিরিজ জয়ের পর যা বললেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৬ ১২:৪২:২৪
সিরিজ জয়ের পর যা বললেন সাকিব

বৃষ্টি আইনে শেষ ম্যাচে আসলো ১৯ রানের জয় । সিরিজ সেরা হলেন সাকিব আল হাসান । এই জয়ের উল্লাসিত সাকিবও । অধিনায়ক হিসেবে এবারের দায়িত্ব নেয়ার পর এই প্রথম সিরিজ জিতল টাইগাররা। যা ফুটে উঠলো সাকিবের কন্ঠে ।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘প্রথম ম্যাচ হারার সবাই বিশ্বাস করতে শুরু করি আমরা জিততে পারি। আমরা বিশ্বাস করতে শুরু করি আমরা সিরিজে ফিরতে পারব এবং জয় করবো। আমরা টি২০’র বিশ্ব চ্যাম্পিয়নসের মুখোমুখি হয়েছিলাম। সবাই খুব ভালো খেলেছি। যারা স্কোয়াডে জায়গা পাইনি তারাও ম্যাচে আমাদের সাহায্য করেছে যেভাবে তারা পেরেছে। আমরা উইন্ডিজকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফেলেছি।’

নিজের পারফরমান্স নিয়ে সাকিব বলেন, ‘আমি পুরো সিরিজেই ভালো ব্যাটিং করেছি। যা আমাকে ভালো বোলিং করতে আত্মবিশ্বাস দিয়েছে। ‘

টি২০ অধিনায়ক আরও বলেন, ‘২০১৫ সালের পর থেকে গত ৩-৪ বছরে ওয়ানডে আমরা ভালো করছি। এই সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে, আমরাও টি২০’তে ভালো খেলতে পারি এবং জিততে পারি। এখন টেস্টে ভালো করার সময় এসেছে। আমরা ঘরের মাটিতে ভালো করছি। এখন আমাদের দেশের বাইরে টেস্ট ম্যাচে ভালো করতে হবে।’

ফ্লোরিডায় দর্শক নিয়ে সাকিব বলেন, ‘ সবাই অনেক দূর থেকে আমাদের খেলা দেখতে আমাদের উৎসাহ দিতে এসেছে। তারা হয়তো সবাই গতকালই চলে যেত কিন্তু আমরা গতকাল জয় পাওয়ায় তারা থেকে যায় এবং আমাদের সাপোর্ট করে। তারা আমাদের জয়ে অনেকটা দ্বাদশ খেলোয়াড়ের মতো কাজ করেছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে