ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

উইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৬ ১০:১৬:৪৫
উইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়

টাইগারদের দেয়া ১৮৫ রানের বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওয়ালটনের ব্যাটে ভালোই শুরু পায় উইন্ডিজ। তবে ইনিংসের চতুর্থ ওভারর বোলিংয় এসেই মোস্তাফিজ ভয়ঙ্কর আন্দ্রে ফ্লেচারকে থার্ড ম্যান অঞ্চলে নাজমুল অপুর ক্যাচ বানিয়ে ফেরান। এরপর নিজের ওভারের ৩ বল করে হাতে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন নাজমুল অপু। তার পরিবর্তে ওভারের বাকি ৩ বল করতে এসেই ওয়ালটনকে ১৯ রানে ফেরান সাব্বির। এরপর নিজের প্রথম ওভারে এসেই ভয়ঙ্কর সামুয়েলসকে ৬ রানে বোল্ড করে ফেরান সাব্বির। এরপর পাওয়েল-রামদিনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে উইন্ডিজ৷ তবে ইনিংসের ১২তম ওভারে রামদিনকে ব্যাক্তিগত ২২ রানে বোল্ড করে ফেরান রুবেল।

এর পর আবার আঘাত হানে কাটার মাস্টার মোস্তাফিজ। ২৩ রান করা রাভমান পাওয়েলকে রুবেলে ক্যাচে পরিনত করে ফিজ। তবে পাওয়েল ফিরে গেলেও অপরপ্রান্তে ঝড় অব্যাহত রাখেন রাসেল। তবে ১৭তম ওভারের প্রথম বলে রাসেলকে যখন আরিফুলের ক্যাচ বানিয়ে ফেরান মোস্তাফিজ তখন জয় প্রায় নিশ্চিত হয়ে যায় টাইগারদের সাথে সিরিজও। তবে রাসেল আউট হওয়ার পরেই ফ্লোরিডায় আবারো হানা দেয় বৃষ্টি। তখন উইন্ডিজের সংগ্রহ ছিল ১৭.১ ওভারে ৭ উইকেটে ১৩৫ রান। এরপর আর খেলা না শুরু হলে ডাকওয়ার্থ লুইস মেথডে ১৯ রানে জয় পায় বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের বোলিং ইনিংসের নিজের প্রথম ওভারের তৃতীয় বল করার সময় ইনজুরিতে পড়ে নাজমুল অপু। স্টাইকে থাকা স্যামুয়েলসের মারা বল ঠেকাতে গিয়ে অপর প্রান্তে ওয়াল্টনের পায়ে আঘাত পায় অপু। আর তাতেই মাঠ ছাড়া লাগে গত ম্যাচে দুর্দান্ত বল করা এই বাহাতি স্পিনারের।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশকে দুর্দান্ত সুচনা এনে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। উইন্ডিজ বোলারদের একের পর বাউন্ডারী মেরে নাকানি-চুবানি খাইয়ে মাত্র ২২ বলে ফিফটি করে টি-টোয়েন্টিতে দ্রুততম পঞ্চাশের রেকর্ড করে এই দুই ওপেনার।

তবে ভালো শুরুর পরও ১৩ বলে ২১ রান করে ব্রাথওটের বলে ফিরে যান তামিম। আর এর পরেই ব্যাটিংয়ে নেমে আবারো ব্যর্থ হন সৌম সরকার। ৪ বলে ৫ রান করে কিমো পলের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

কিন্তু ওপর প্রান্তে দুর্দান্ত খেল্ব ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটির স্বাদ পেলেন লিটন কুমার দাস। মাত্র ২৪ বলে মাইলফলকে পৌঁছান ডানহাতি ব্যাটসম্যান। হাফ সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৩ ছক্কায়। শেষ পর্যন্ত ৩২ বলে ৬১ রান করেন লিটন। ৬ চার ও ৩ ছক্কায় লিটন তার ইনিংসটি সাজান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে