ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কখন মাঠে নামবে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৬ ০১:১১:০৯
শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কখন মাঠে নামবে বাংলাদেশ

আগামীকাল (সোমবার) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়। আর সেই ম্যাচে চাপে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। এমনটিই মনে করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তার মতে, এই মুহূর্তে চাপে আছে ওয়েস্ট ইন্ডিজ।

তিনি বলেন, ‘অবশ্যই তারা চাপে আছে। ওয়ানডে সিরিজ যেভাবে শেষ হয়েছে সেইভাবে আমরা প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারিনি। কিন্তু আমরা জানতাম আমাদের পক্ষে ভালোভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব। আমরা আজ ঘুরে দাঁড়িয়েছি।’

তিনি আরো বলেন, ‘নিঃসন্দেহে তারা বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলের একটি। তবে আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে আমরা যেকোনো দলকেই হারাতে পারব। ম্যাচটি জয়ের পর আমাদের সেই আত্মবিশ্বাস বেড়ে গেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে