ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

সীমালঙ্ঘন করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৫ ১৫:০৬:৪৫
সীমালঙ্ঘন করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। এই ট্রাফিক সপ্তাহের মাধ্যমে আমি সবাইকে রাস্তায় চলাচলে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। চালক, যাত্রী, পথচারী সবাইকেই ট্রাফিক আইন মেনে না চলতে হবে। এই আইন না মানলে কোনো ভাবেই সড়ক দুর্ঘটনা কমানো যাবে না।

সারা দেশে আজ থেকে আগামী ১১ আগস্ট পর্যন্ত এই ট্রাফিক সপ্তাহ চলবে। সপ্তাহ জুড়ে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের ফিটনেস পরীক্ষার পাশাপাশি লাইসেন্স পরীক্ষা, ট্রাফিক আইনভঙ্গ রোধ এবং ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে পুলিশ।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেন, মূলত চালকদের ট্রাফিক সংক্রান্ত জ্ঞানের অভাব, আইন প্রয়োগের যথাযথ পরিবেশ না থাকা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ও এনফোর্সমেন্টের অভাবের কারণে সড়কে যানজট ও ট্রাফিক অব্যবস্থাপনা দেখা যায়। ট্রাফিক সপ্তাহের মাধ্যমে আমরা এই বিষয়গুলোর দিকে নজর দিয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবো।

এর আগে শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ৫ থেকে ১১ আগস্ট ট্রাফিক সপ্তাহের ঘোষণা করেন।

আছাদুজ্জামান মিয়া বলেছিলেন, ‘শিক্ষার্থীরা আমাদের একটি নৈতিক ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছে। সড়কে পরিবহন ব্যবস্থাপনার যে ইতিবাচক দিকটি তারা তুলে ধরেছে সেটিকে বিবেচনায় নিয়ে রোববার থেকে ট্রাফিক সপ্তাহ পালন করা হবে। অবৈধ গাড়ি ও চালকদের বিরুদ্ধে আমরা অভিযান শুরু করবো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে