ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক বিকেলে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৫ ১৪:৩৯:১৮
শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক বিকেলে

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আফরাজুর রহমান পরিবতন ডটকমকে বলেন, রোববার বিকেল ৩টায় আন্তজাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ঢাকা মহানগরের বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নিয়ে বিশেষ সভা করবেন মন্ত্রীরা।

একই স্থানে বিকেল ৫টায় মাধ্যমিক বিদ্যালয়সমূহের প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের এজেন্ডার বিষয়ে জানতে চাইলে সূত্র জানায়, চলমান আন্দোলনে প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্ব ও করণীয় বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হবে। যাতে চলমান আন্দোলনে কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই জাবালে নুর পরিবহনের একটি বাসের ধাক্কায় রাজধানীর শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে গত কয়েকদিন ধরে রাজধানীসহ সারাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে। এমন পরিস্থিতিতে শিক্ষা-প্রতিষ্ঠানদের প্রধানদের নিয়ে জরুরি বৈঠক আহ্বান করলো মন্ত্রণালয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে