ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট না পাওয়ার অভিযোগ গ্রাহকদের

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৫ ০১:০৬:০০
থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট না পাওয়ার অভিযোগ গ্রাহকদের

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রাহকেরা মোবাইলে ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন। অনেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি জানান।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের লাগাম টানতে ‘গুজব বন্ধে’ থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ করে টু-জি সচল রাখার পরামর্শ আসে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এর মধ্যে শনিবার সন্ধ্যা থেকে এটা কার্যকর হলো।

উল্লেখ্য, রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা হাসপাতালের পাশে ফুটপাতে বাসচাপায় রোববার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। তাৎক্ষণিক প্রতিবাদে রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। তারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এরপর ঘাতক জাবালে নূর বাসের চালকের ফাঁসি এবং নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে টানা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন এবং গাড়ি ও চালকের লাইসেন্স পরীক্ষা করে দেখছে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা। এতে রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। একাধিক স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে