ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে দারুন সুখবর দিল বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৪ ২১:০৮:৩০
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে দারুন সুখবর দিল বিসিবি

শনিবার (৪ আগস্ট) বিসিবির মিডিয়া লাউঞ্জে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ নারী ক্রি‌কেট দলের চিফ অপারেটিং ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই কিছু সুপারিশ করেছি। এই মুহূর্তে যেই স্ট্রাকচারটা আছে, সেটা আরেকটু দীর্ঘ করার চেষ্টা করছি। নিচের দিকে আমরা একটি অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট শুরু করব। আগে কোন বয়স ভিত্তিক টুর্নামেন্টে ছিল না। এটা করতে পারলে ওই বয়সে নিচের দিকে যারা আছেন, তারাও প্রতিযোগিতামূলকভাবে খেলে উপরে উঠে আসবে।

‘আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখন যে ডিভিশনাল খেলাটা হয় সেখান থেকে ছেলেদের মতই জোন করে আরেকটা টুর্নামেন্ট করার চিন্তা করা হচ্ছে। সেখানে দুই দিনের খেলা চালু করার পরিকল্পনা আছে। এর ফলে একটি পিরামিড দাঁড় করানো যাবে। যারা এই চার জোনে খেলবে, তারা খুবই প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারবে।’

‘আমরা যদি চার অঞ্চলের টুর্নামেন্ট আয়োজন করতে পারি তাহলে অনেক প্রতিযোগিতাপূর্ণ খেলা হবে। ওখানে প্লেয়ারদের মান খুব ভালো হবে। কিছুটা কম ম্যাচ হবে কারন টুর্নামেন্টটা হবে চার দলের। কম ম্যাচে হাই স্ট্যান্ডাড ক্রিকেট খেলা সম্ভব। ভালো মানের সুযোগ সুবিধা দেয়া, ভালো মাঠে খেলা এইসব বিষয়গুলো দেখবো আমরা। ইন্টেনসিটি ভালো হবে এটা করতে পারলে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে