ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের জয়ের জন্যে দলে প্রয়োজন চার পরিবর্তন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৪ ২০:২১:১২
বাংলাদেশের জয়ের জন্যে দলে প্রয়োজন চার পরিবর্তন

এই হারের পিছনে সাকিবের মান্ধাতা আমলের অধিনায়কত্ব অনেকাংশে দায়ী। মাশরাফির মতো একজন নেতার অভাব আবার টের পেল বাংলাদেশ। প্রায় একই দল নিয়ে ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। কিন্তু সেই দল নিয়েই জিততে পারল না সাকিব।

তাই টি২০ ক্রিকেটে বাংলাদেশ দলে কয়েকটি পরিবর্তন এখন সময়ের দাবী।

মুশফিকের উইকেটকিপিংতাঁর ব্যাটিং যতটা ভালো কিপিং ততটাই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। অন্তত লিটন দলে থাকলে মুশির কিপিং করার খুব একটা দরকার আছে কি? এতে করে লিটনকে আরও বেশি করে ঝালিয়ে নেওয়া যাবে।

মাহমদউল্লাহর বোলিংমাহমুদউল্লাহকে ফুলটাইম অফ স্পিনার হিসেবে ব্যবহার করতে হবে। দলের বর্তমান অফ স্পিন কোটায় খেলা কারো থেকে সে খারাপ বল করে না।

সাকিবের অধিনায়কত্বযত যাই হোক না কেন- সাকিব এই, সাকিব সেই। সাকিব যতটা ভালো ক্রিকেটার ঠিক ততটা ভালো তাঁর অধিনায়কত্ব না। সাকিবকে তাঁর অধিনায়কত্বের ধরণ অবশ্যই পরিবর্তন করতে হবে। একজনও তিনি সেকেলে অধিনায়কত্বে বিশ্বাসী। শেষ টি২০তেও যেটা দেখা গেছে।

বোলিং কোচ পরিবর্তনকোর্টনি এবং সুনীল যোশীকে পরিবর্তন করা এখন সময়ের দাবি, জনগনের দাবি। যারা বলবেন কোচ তো গুলিয়ে খাইয়ে দেবে না। তাদের কে বলব দলের পেস বোলিং নিয়ে কি আসলেই সন্তুষ্টি আপনারা?

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে