ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ছয় সপ্তাহ মাঠের বাইরে সাকিব?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৪ ১৭:৫৯:১২
ছয় সপ্তাহ মাঠের বাইরে সাকিব?

জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে আঙ্গুলের ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠেন নি তিনি। যার কারনে বিশেষ ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু এমন ইঞ্জেকশনের বারংবার ব্যবহার শরীরের জন্য আদর্শ নয় বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক।

'ইনজুরির পর তাকে বিশেষ ব্যথানাশক ইঞ্জেকশন নিতে হয়েছিল। দ্বিতীয়বারের মত তাকে এই ইঞ্জেকশন নিতে হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ক্রিকেটাররা এমন ঔষধ নিয়ে ইনজুরি ম্যানেজ করে খেলে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এমন ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে।,' বলেছেন বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

ব্যথার কারনে ফ্লোরিডায় চলমান টি-টুয়েন্টি সিরিজের অনুশীলনেও দেখা যায় নি সাকিবকে। সম্পূর্ণ সুস্থ হতে সাকিবকে ফের অপরেশন করতে হবে। দেবাশিষের ভাষায়, 'যার ফলে সাকিবকে হয়তো ফের অপারেশন করতে হবে। আর সে হয়তো অপারেশনের পর ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবে।'

উইন্ডিজ সফর শেষে দেশে ফিরে বিসিবির সাথে অপারেশনের দিক তারিখ নিয়ে কথা বলবেন সাকিব আল হাসান। ধারনা করা হচ্ছে, অপারেশনের জন্য বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি কাপ্তান।

জানিয়ে রাখা ভালো, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বাংলাদেশ দল আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপে অংশ নিবে। এরপরেই ধরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ রয়েছে বাংলাদেশের। বছরের শেষের দিকে উইন্ডিজদের বিপক্ষে খেলবে টাইগাররা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে