ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

লন্ডনে আশরাফুলের বিপিএল প্রস্তুতি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৪ ১৭:৪৩:৪০
লন্ডনে আশরাফুলের বিপিএল প্রস্তুতি

ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। নিষেধাজ্ঞা শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন।

চলতি মাসের ১৩ তারিখ তার উপর থেকে সবধরণের নিষেধাজ্ঞা উঠে যাবে। আর নিষেধাজ্ঞা উঠার আগেই বিপিএলের মঞ্চে ফিরতে প্রস্তুত তিনি।

শোনা গিয়েছে, বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন আশরাফুল। যার জন্য লন্ডনে বসে নিয়মিত ভাবে প্র্যাক্টিসও করে যাচ্ছেন তিনি।

নিয়মিত ভাবে নেটে অনুশীলন করার পাশাপাশি জিমেও নিজেকে ফিট রাখতে ব্যস্ত রয়েছে আশরাফুল। এছাড়া সেখানে বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন তিনি।

তবে বিপিএলে এখন পর্যন্ত বিপিএলে কোন দলের সাথে তার যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে দেখা যেতে পারে তাঁর নাম।

এদিকে বিপিএলের জন্য প্রস্তুতি নিতে মাস খানেক আগেই লন্ডনে গিয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। সেখানে একটি ম্যাচে সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে