ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

২ জুলাই ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৪ ১৪:১০:০৭
২ জুলাই ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বিশ্বকাপ উপলক্ষে সাধারণ দর্শকদের জন্য ইতোমধ্যেই টিকিট বিক্রি শুরু করেছে ক্রিকেট নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এবারের বিশ্বকাপে দেখা যাবে চার ধরণের টিকিট। গ্রুপ পর্বের টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩৫ পাউন্ড যা বাংলাদেশী টাকায় প্রায় ২৩ হাজার টাকা এবং সর্বনিম্ন ১৮ পাউন্ড বা প্রায় ১৭৫০ টাকা। এছাড়াও সেমিফাইনালের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২৪০ পাউন্ড অর্থাৎ সাড়ে ২৩ হাজার টাকা এবং সর্বনিম্ন ৭৫ পাউন্ড বা সাড়ে সাত হাজার টাকা।

অন্যদিকে ফাইনাল ম্যাচের টিকিটের জন্য দর্শকদের গুণতে হবে ৩০০ থেকে ৩৯৫ ইউরোর মত। বাংলাদেশী টাকায় পড়বে সাড়ে ২৯ হাজার থেকে প্রায় ৩৯ হাজার টাকার মত। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে বসে কিনা যাবে টিকিট। টিকিট ক্রয় বিষয়ক সকল তথ্য দেয়া আছে আইসিসির ওয়েবসাইটে।

উল্লেখ্য আগামী বছরের ৩০শে মে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেট বিশ্বকাপের। আসছে বিশ্বকাপে অংশ নিবে ১০ দল। গ্রুপ পর্বে প্রত্যেক দলই প্রত্যেকের বিপক্ষে লড়বে। অর্থাৎ্‌ একটি দল গ্রুপ পর্বে ম্যাচ পাবে নয়টি। সব মিলিয়ে ম্যাচ হবে ৪৬ দিন জুড়ে অনুষ্ঠিত হবে ৪৮ টি ম্যাচ। ১৯৯২ বিশ্বকাপের ফরম্যাটও ছিল এরকম।

২ জুন থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ। ওভালে টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৫ তারিখ একই ভেন্যুতে গ্রুপ পর্বে নিজেদের একমাত্র দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। এরপর কার্ডিফে ৮ জুন নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।

১১ জুন ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে, এরপর পাঁচদিন কোনো ম্যাচ নেই বাংলাদেশের। টৌনটনে ১৭ জুন উইন্ডিজের বিপক্ষে খেলবে টাইগাররা। ২০ জুন নটিংহাম বাংলাদশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সাউদাম্পটনে ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এরপর মাঝে সাতদিন কোনো ম্যাচ নেই বাংলাদেশের। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৫ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। লর্ডসে বাংলাদেশের বিরুদ্ধে লড়বে পাকিস্তান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে