ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

টি ২০তে মাশরাফির না খেলার কারন জানা গেল এতদিনে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৪ ১২:৩৪:৩১
টি ২০তে মাশরাফির না খেলার কারন জানা গেল এতদিনে

এবারের ওয়েস্ট ইন্ডিস সফরের টেস্ট সিরিজে বাংলাদেশ যখন লজ্জাজনকভাবে হেরে দিশেহারা। তার পরে ওয়ানডে সিরিজে দলের হাল ধরেন ম্যাশ। তারপরের ঘটনাটা ইতিহাস হয়েই থাকবে ক্রিকেট প্রেমীদের কাছে। তিন ম্যাচের ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। আর দ্বিতীয় ম্যাচতো জিতে গিয়েও একটুর জন্য হারতে হলো।

তবে সমস্যাটা হলো যেই মাশরাফি ওয়ানডেতে ১০ ওভার বল করেতে পারে ঐ খেলোয়াড় কি টি-২০ টিতে মাত্র ৪ ওভার বল করার ক্ষমতা রাখে না। ২০১৭ সালে এই সেরা অধিনায়ক বিসিবির বিষেশ চাপেই টি-২০ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। কিন্তু ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডের পর প্রচন্ড আলোড়ন তৈরি হয়েছে।

বিসিবির অন্দর মহল থেকে নাকি ম্যাশকে দলে যোগ দিতে বলা হলে ,তাঁর জন্য হাঠাৎ করে কাউকে বাদ পড়তে হবে বলে তিনি রাজি নন। তবে প্রশ্নটা সাবার মুখে মুখেই, মাশরাফি ১০ ওভার পারলে ৪ ওভারের সমস্যা কোথায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে