ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

মাত্র ১৬ ওভারেই ২২১ রান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৪ ১১:৫১:৪৫
মাত্র ১৬ ওভারেই ২২১ রান

প্রথমে ব্যাটিংয়ে নেমে পল স্টার্লিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ২২১ রান তোলে মিডলেক্স। স্টার্লিং ৫৮ বলে ১০৯ রান করেন। এছাড়া গাববিনস ৯ বলে ২০, এসকিনাজি ২৭ বলে ৩১, ফুলার ১৯ বলে ৩৭ ও ফ্রাঙ্কলিন ৮ বলে করেন ২১ রান।

এত রান করার পর হয়তো মিডলেক্স ভেবেছিল সহজেই তারা ম্যাচটি জিততে যাচ্ছে। কিন্তু হলো উল্টো, সহজেই হেরে গেল তারা সারের দুই ব্যাটসম্যানের কাছে।

ওপেনিংয়ে নেমে জেশন রয় আর অ্যারন ফিঞ্চ ১৯৪ রানের জুটি গড়েন মাত্র ১৩.৫ ওভারে যা ছিল ট্রুনামেন্টে সারের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। মাত্র ৩৭ বলে ৭টি চার ও ৭টি ছক্কায় ৮৪ রান করে আউট হন জেশন রয়।

তবে রয় আউট হলেও সেঞ্চুরী তুলেনেন ফিঞ্চ। ৫২ বলে ১১টি চার ও ৮টি ছক্কায় ১১৭ রানে অপরাজিত থাকেন ফিঞ্চ। তার প্রথম অর্ধশতক আসে ১৬ বলে। সেঞ্চুরীতে পৌছাতে বল প্রয়োজন হয় ৪৫টি।

আর এমন লন্ডভন্ড ইনিংসের পর প্রতিপক্ষের কি আর জয়ের সম্ভাবনা থাকে? থাকলোনা মিডলেক্সেরও। ৪ ওভার বাকি থাকতেই ৯ উইকেটে হারে তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে