ব্যাটিংয়ে বাংলাদেশের তিন সমস্যা

টেস্ট ক্রিকেটে সব বিভাগেই সমস্যায় জর্জরিত টাইগাররা। কিন্তু টি২০`তে বোলিং বা ফিল্ডিং ভালো করলেও ব্যাটিং সমস্যা বেশ প্রকট হয়ে দাঁড়িয়েছে। ব্যাটসম্যানদের কারণে বারবার তরী ডুবছে বাংলাদেশের। অফ ফর্মের খেলোয়াড় খেলিয়ে অলৌকিক কিছুর আশা করা এবং পজিশন ওলট-পালট করে কিছু একটা দাঁড় করানোর হাস্যকর চেষ্টা চলছে টি২০ ক্রিকেটে।
আমাদের সাতজন স্পেশালিষ্ট ব্যাটসম্যানের মধ্যে, তিন ফরম্যাটে চারজন সবসময় অটো চয়েস থাকে। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক, তামিম। ওয়ানডে বা টি২০`তে বাকি তিন পজিশনে সারা দেশ থেকে তিনজন ব্যাটসম্যান বের করা যাচ্ছে না। এ এক আশ্চর্য কঠিন সত্য। যেখান থেকে বের হওয়া যাচ্ছে না।
পজিশন তিনটি হলো: ওপেনিংয়ে তামিমের সঙ্গী, লোয়ার মিডল অর্ডারের ভরসা করার মত কেউ এবং শেষ দিকে একজন হার্ডহিটার।
ওপেনিংয়ে তামিমের সঙ্গীগত দশ বছরে তামিমকে সাপোর্ট দেয়ার মত যোগ্য ওপেনার পাওয়া যায় নাই। এই সময়ে খেলেছে নাফিস, আশরাফুল, ইমরুল, জুনায়েদ, নাজিমুদ্দিন, নাজমুল, এনামুল, সৌম্য এবং লিটন। এদের মধ্যে কেউ কেউ খুব `প্রমিজিং` শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। সৌম্যকে দেখে মনে হয়েছিল এর চেয়ে ভাল কাউকে পাওয়া সম্ভব না। ছোট ফরম্যাটে এখনো পর্যন্ত ২০১৫র সৌম্যই অনেকের কাছে বেস্ট মনে হয়। নতুন কোচ সৌম্যকে নিয়ে কাজ করুক। বিশ্বকাপের আগে নতুন কাউকে আনার চেয়ে তার ফর্মটা ফেরানো জরুরী। একই সঙ্গে ইমরুল-এনামুল যুগ থেকে বের হয়ে আসা খুব জরুরী। লিটনের মধ্যে দায়িত্ববোধ আছে। একটু পরিপক্বতা দরকার।
মিডল অর্ডারের ভরসা করার মত কেউতিনে উঠে যাওয়ায় সাকিবের অনুপস্থিতিতে ছয়ে একজন ভরসা করার মতো একজন ব্যাটসম্যান প্রয়োজন। এই পজিশনে মোসাদ্দেক বা শান্ত`র মতো একজন ব্যাটসম্যান হলে ভালো হয়। যে দ্রুত উইকেট পড়ে গেলেও ম্যাচটা ধরে রাখতে পারবে। যে উইকেটে সেট হওয়ার জন্য টাইম পাবে, আবার হার্ডহিটারও।
শেষের দিকে হার্ডহিটিংয়ে পারদর্শী
সাতে আরিফুল বা সাব্বিরের মতো একজন খুব প্রয়োজন। কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট সাব্বিরকে খেলান তিনে, পাঁচে আবার কখনও ছয়ে। মোসাদ্দেককে নামিয়ে দেন সাতে। সাব্বিরের যে ফর্ম যাচ্ছে, তাতে মনে হয় সব ফরমেট থেকেই তার একটু বিশ্রাম প্রয়োজন। আর আরিফুল মন্দের ভাল। তবে তিনি জাতীয় দলে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি। সত্যি বলতে এই পজিশনে আমাদের `পারফেক্ট` খেলোয়াড় নাই।
তাই বিশ্বকাপের আগেই বাংলাদেশকে একটা দল হয়ে ওঠা খুব জরুরী। কোচিং স্টাফ এখন পরিপূর্ণ। কিন্তু গোঁড়ায় গলদ থাকলে সমস্যা দূর হবে না। বোর্ড সভাপতি-নির্বাচকদের সুদূরপ্রসারী পরিকল্পনা দরকার। দিনশেষে নীতিনির্ধারকরাই সব গুলিয়ে ফেলছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- আবারও বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- একাধিক গণমাধ্যমে দাবি ‘নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর’ জানা গেল খবরের সত্যতা
- ওবায়দুল কাদেরের মৃত্যু, জানা গেল সত্যতা
- চরম দু:সংবাদ: ভিসা বন্ধ ঘোষণা
- আফগানিস্তান ইংল্যান্ডকে হারানোর পেছনের নায়ক বাংলাদেশের বুলবুল
- নাহিদের পদত্যাগে নতুন বিতর্ক, ভারতীয় সাংবাদিকের পোস্টে তোলপাড়
- বাংলাদেশের একটি শক্তির কারণে যুদ্ধে জড়াবে না ভারত
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- নাহিদ ইসলামের জায়গাতে নতুন উপদেষ্টা হচ্ছেন যিনি
- আগামী নির্বাচনকে ঘিরে আত্মপ্রকাশ করছে ৩টি বড় রাজনৈতিক জোট
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- কঠিন সমীকরণ: শেষ ম্যাচ না জিতেও সেমি ফাইনাল খেলবে আফগানিস্তান
- মাসের শুরুতেই কমলো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার