ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ফ্লোরিডায় অনুষ্ঠিত ছয়টি টি২০ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে আগে ব্যাট করা দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৩ ১২:৫৯:৫৩
ফ্লোরিডায় অনুষ্ঠিত ছয়টি টি২০ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে আগে ব্যাট করা দল

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জয় পায়। দ্বিতীয় ওয়ানডেতে হারে মাত্র ৩ রানে। তখন সাকিব আল হাসান গায়ানার উইকেট অনেকটা বাংলাদেশ মতো বলে মন্তব্য করেন। এরপর সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পায় বাংলাদেশ। তবে হারে প্রথম টি২০ ম্যাচে।

এবার বাংলাদেশের জন্য চিন্তার বিষয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উইকেট। ২০১০ সালে নিউজিল্যান্ড-শ্রীলংকা ফ্লোরিডার লোডারহিলে প্রথম টি২০ ম্যাচ খেলে। ম্যাচটি ছিল বেশ ম্যাড়মেড়ে। নিউজিল্যান্ড ২০ ওভারে মোটে ১২০ রান তুলতে পারে। আর ওয়েস্ট ইন্ডিজ ৯২ রানে অলআউট হয়ে যায়। এরপর অবশ্য উইকেট তার চরিত্র বদলেছে। ২০১৬ সালের আগস্টের শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচটি পরিত্যাক্ত হয়।

তার আগের টি২০ ম্যাচে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দু’দলই দুশ’র ওপরে কার করে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করে ২৪৫ রান। আর ভারত করতে পারে ২৪৪ রান। হারে মোটে ১ রানে। ২০১৬ সালে সিপিএলকে সামনে রেখে সংস্কার করা হয় লোডারহিলের উইকেট। বানানো হয় স্পিন সহায়ক পিচ। গত দুই আসরে সিপিএলের বেশ কিছু ম্যাচ হয়েছে ফ্লোরিডায়।

তবে দলীয় রান খুব কমই ১৭০ ছাড়িয়েছে। ফ্লোরিডার উইকেটে তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ও ৬ আগস্টের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আশা করতেই পারে। তবে টস লোডারহিলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রথম ইনিংসে ওখানকার উইকেটে বল কিছুটা বাউন্স করে। সহজে ব্যাটে আসে বল। তবে দ্বিতীয় ইনিংসে উইকেট হয় মন্থর। স্পিন আসে নিচু হয়ে।

এখানে অনুষ্ঠিত ছয়টি টি২০ ম্যাচের চারটিতেই তাই জয় পেয়েছে আগে ব্যাট করা দল। তবে ফ্লোরিডার উইকেট রহস্য নিয়েও অপেক্ষা করতে পারে। কারণ অনেক দিন বাদে খেলা হবে ওখানকার উইকেটে। নতুন উইকেটে তাই রান তোলা ব্যাটসম্যানদের জন্য সহজ হতে পারে। আর স্পিন সহায়ক উইকেট হলে সাকিব, মিরাজ, নাজমুলদের চোখ চকচক করে উঠতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে