ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ওয়াসিম আকরামের মিশন ‘বাংলাদেশ-ভারত’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৩ ১২:৫৮:২৩
ওয়াসিম আকরামের মিশন ‘বাংলাদেশ-ভারত’

পাকিস্তান ভারতের মাটিতে ২০০৭ সালে শেষ বার আর ভারত পাকিস্তানের মাটিতে ২০০৬ সালে শেষ আর সিরিজ খেলেছে। এছাড়া মাঝে ১৯৮৭ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টানা ১১ বছর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। ১৯৯৯ এসে দুই দেশের ক্রিকেট সম্পর্ক নতুন করে জন্ম নিলেও ২০০৭ সালে এসে তা একে বারেই ২২ গজি উইকেটে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। ২০০৭ থেকে ২০১৮-১২ বছর পর আবরো কি দুই দেশের প্রাণের খেলা ক্রিকেট সম্পর্ক নতুন করে জন্ম নেবে! দুই দেশের ক্রিকেট আবহাওয়া সে পথেই হাটছে বলে মনে হচ্ছে।

কারণ পরিস্থিতি পাল্টে যাবার লক্ষণ দেখা যাচ্ছে। পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী আগামী দিনের পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ভারতীয় তিন তারকা কপিল, গাভাস্কার আর সিধুকে তাঁর প্রধানমন্ত্রীর শপখ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রনের ঘোষণা সেটাই বলে দিচ্ছে।

কিং খানের আমলে তাঁর বোলিং পার্টনার ওয়ামিস আকরাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের আগামী দিনের চেয়ারম্যান হতে চলেছেন এটা এখন প্রায় নিশ্চিত। পাক মিডিয়া এ খবরের সত্যতা স্বীকারও করেছে। এ খবরের রেস ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্যরকম গুঞ্জন শুরু হয়ে গেছে। ইমরান খান প্রধানমন্ত্রী হবার পর পরই ওয়াসিম আকরাম পিসিবির প্রধান হবেন। আর সে সুবাদে ইমরান আকরামকে বাংলাদেশ আর ভারত নিয়ে বিশেষ মিশন দেবেন। বিশেষ করে আকরামের মিশন হবে ‘বাংলাদেশ’।

পাকিস্তান সফরে যাবার জন্য ওয়ামিস আকরামের ব্যক্তিগত সব সূত্রই বিসিবিতে কাজে লাগাবেন বলে বিসিবি থেকে জানা গেছে। কারণ বিসিবিতে আকরামের সঙ্গে সখতা আছে বহু পরিচালকের।

নমুনা হিসেবে উল্লেখ করা যেতে পারে, ইমরান শপথ নেবার আগেই ভারতীয় ক্রিকেটে আগামী দিনে নতুন ক্রিকেট যুগের সূচনার নানা রংয়ের খবর ভারতীয় মিডিয়াতে প্রচার শুরু হয়ে গেছে। দুই দেশের অবরুদ্ধ ১২ বছরের ক্রিকেট সম্পর্ক যদি নতুন করে পথচলা শুরু করতে পারে তাহলে তো বাংলাদেশকেও পাক ক্রিকেট বোর্ড সিরিজ খেলতে অতিথি বানাতেই চাইবে। এমন যুক্তি দেখালেন বিসিবির কয়েক জন বোর্ড পরিচালক। উল্লেখ, বাংলাদেশ শেষ বার পাক মাটিতে সিরিজ খেলেছে ২০০৩ সালে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে