ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সৌম্যকে কি আর দলে সুযোগ দেয়া উচিত?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৩ ১২:৫৭:২৬
সৌম্যকে কি আর দলে সুযোগ দেয়া উচিত?

এনামুলের থেকেও অবশ্য খারাপ অবস্থা সৌম্য সরকারের। কেননা দীর্ঘ দিন ধরে নিজেকে হারিয়ে খোঁজা এই ব্যাটসম্যানকে ওয়ানডে সিরিজের জন্য বিবেচনাই করেননি নির্বাচকেরা। যদিও টি টুয়েন্টি সিরিজের জন্য তাঁকে স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু যথারীতি ব্যর্থ হয়েছেন সৌম্য।

সেন্ট কিটসে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি। সুতরাং সৌম্য এবং এনামুলকে একাদশে রাখা নিয়ে জনসাধারণের মনে প্রশ্ন ওঠাটা অমূলক কিছু নয়। তবে অনেকে এই দুই ক্রিকেটারের সমালোচনা করলেও দুঃসময়ে তারা পাশে পাচ্ছেন জাতীয় দলের পেসার আল-আমিন হোসেনকে।

দীর্ঘ দিন থেকে জাতীয় দলের বাইরে থাকা এই পেসার জানিয়েছেন টানা খারাপ খেললেও সৌম্য ও বিজয়কে আরও কিছুদিন সুযোগ দেয়া উচিৎ। আল-আমিন বলেছেন, 'বিজয় কিন্তু অনেক দিন পরে জাতীয় দলে সুযোগ পেয়েছে। এখন সৌম্য সুযোগ পেয়েছে, সে অনেক দিন ধরে খারাপ খেলছে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় খারাপ খেললেও তাঁকে সুযোগ দেয়া উচিৎ।'

শুধু তাই নয়, জাতীয় দলের এই পেসার আরও মনে করেন দল থেকে বারংবার বাদ দেয়া হলে কোন ক্রিকেটারই আত্মবিশ্বাস ফিরে পায় না। ফলে ধারাবাহিকভাবে খারাপ খেলে তারা। এই প্রসঙ্গে আল-আমিনের ভাষ্য, 'আবার দেখা যাচ্ছে যে এখানে তাসকিন, মুস্তাফিজ ছিল, যারা খারাপ খেলছে তাদের কন্টিনিউ করা উচিৎ। বার বার বাদ দেয়া হলে একজন ক্রিকেটার আত্মবিশ্বাস পায় না।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে