ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

এবার পগবাকে কেনার তাড়া দিলেন মেসি!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০৩ ১২:৩৮:১৪
এবার পগবাকে কেনার তাড়া দিলেন মেসি!

বার্সেলোনা অধিনায়কের পছন্দ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা। শুধু পছন্দ করা নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি এই মিডফিল্ডারকে কেনার জন্য ক্লাব বার্সেলোনাকে তাড়নাও দিয়েছেন মেসি।

স্পেনের পত্রিকা দিয়ারিও গোল দিয়েছে এই খবর। মেসি নাকি ক্লাব কর্তাদের স্পষ্ট বলে দিয়েছেন, পগবাকে দলে চাই তার। বিশ্বস্ত সূত্রের খবর, বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দেরও নাকি পগবাকেই পছন্দ। কোচ-অধিনায়কের এক পছন্দ। বার্সেলোনার কর্তারা কি তাতে না করতে পারেন! মেসি-ভালভার্দের পছন্দকে প্রাধান্য দিয়ে বার্সেলোনার কর্তারাও এরই মধ্যে পগবার সঙ্গে চুক্তির বিষয়ে কথা-বার্তা শুরু করে দিয়েছে।

দিয়ারিও গোল জানিয়েছে, পগবার সঙ্গে বার্সেলোনার যোগাযো্গটা সহজ করে দিয়েছেন এরিক আবিদাল। বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডারও যে একজন ফরাসি। স্বদেশি পগবার সঙ্গে তার সম্পর্কটা দারুণ। নিয়মিত যোগাযোগও আছে। তো এই আবিদালকেই সম্প্রতি ক্লাবের নতুন টেকনিক্যাল পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বার্সেলোনা।

আর নতুন এই দায়িত্ব পেয়ে আবিদালের প্রথম অ্যাসাইনমেন্টই হলেন পগবা। ক্লাবের অপির্ত দায়িত্বটা যথাযথভাবে পালনও করছেন আবিদাল। এরই মধ্যে স্বদেশি পগবার বেভারলি হিলসের বাসায় গিয়ে আলোচনাও করেছেন। এখন বাধা একটাই-দাম!

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর সঙ্গে পগবার মধুর সম্পর্কটা ভেঙে গেছে। পগবা খুব করে চাইছেন মরিনহোর ইউনাইটেড ছাড়তে। এ জন্য চেষ্টাও করছেন তিনি। কিন্তু ইউনাইটেড তাকে বিক্রি করতে রাজি নয়। কিন্তু পগবার সবুজ সংকেত পেয়ে তার দিকে ঝুকেছে ইউরোপের বড় বড় ক্লাবগুলো।

সুযোগ বুঝে ইউনাইটেড পগবার নামের উপর ঝুলিয়ে দিয়েছে ১৫০ মিলিয়ন ইউরোর প্রাইস-ট্যাগ। ইংলিশ ক্লাবটি জানিয়ে দিয়েছে পগবাকে নিতে হলে পাক্কা ১৫০ মিলিয়ন ইউরো লাগবে! এর এক টাকা কমেও তাকে বিক্রি করা হবে না। দিয়ারিও গোলের দাবি, মেসি চাইছেন এই টাকা দিয়েই পগবাকে কিনুক বার্সেলোনা।

২৫ বছর বয়সী পগবার প্রতিভা-সামর্থ সবারই জানা। মেসি আরও বেশি পগবায় মুগ্ধ হয়েছেন এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পগবার ফ্রান্সের মুখোমুখি হয়েছিল মেসির আর্জেন্টিনা। ম্যাচে মেসিদের ৪-৩ গোলে হারিয়ে দেন পগবারা। ফ্রান্সের ওই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পগবা। মাঝমাঠের নিয়ন্ত্রণ করার পাশাপাশি পগবার বুদ্ধিদীপ্ত পাস ভুগিয়েছে আর্জেন্টিনাকে।

ম্যাচের শুরুর দিকেই যে পেনাল্টি পায় ফ্রান্স, তার পেছনে বড় অবদান ছিল পগবারও। নিজেদের অর্থ থেকেই পগবাই কিলিয়ান এমবাপের উদ্দেশ্যে অসাধারণ একটা পাস বাড়ান। তার পাস থেকে বল পেয়েই ক্ষীপ্রগতিতে আর্জেন্টিনার বক্সে ঢুকে পড়েন তরুণ এমবাপে। উপায়ান্তর না দেখে আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস রোহো তাকে ফাউল করেন। পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স।

ওই একটিই নয়, পুরো ম্যাচেই অসাধারণ সব পাস দেন পগবা। যা দেখে মেসি অভিভূত। তিনি তাই যেকোনো মূল্যে দলে চাইছেন পগবাকে। কিনতে পারলে পগবার কাছ থেকে দারুণ সব পাস পাবেন, মেসির অতি-আগ্রহের কারণটা স্পষ্টই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে