ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

নিহত জাতিসংঘ কর্মকর্তার গার্লফ্রেন্ড স্বামীসহ আটক

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০২ ২০:৪২:৩৩
নিহত জাতিসংঘ কর্মকর্তার গার্লফ্রেন্ড স্বামীসহ আটক

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার এ তথ্য জানিয়েছেন।

জাফরিন আফসারি জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার পর্যবেক্ষণ কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত আছেন। আর তার স্বামী রবিন ঢাকায় একটি এনজিওতে কর্মরত।

নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের কর্মকর্তা ইথুওপিয়ার নাগরিক সোলিমান মুলাটার লাশ বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে উদ্ধার করা হয়। তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র সুরক্ষা কর্মকর্তা ছিলেন।

সোলিমান মুলাটা কক্সবাজারের কলাতলিতে একটি আবাসিক হোটেলে থাকতেন। গত ৩০ জুলাই তিনি নিখোঁজ হন। ওইদিন সকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তিনি হোটেল ত্যাগ করেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অফরুজুল হক টুটুল জানিয়েছেন, উদ্ধারের পর লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে