ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

‘রাস্তায় লাইসেন্স চেক করা আমি শিখিয়েছি’

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০২ ১৯:০৯:৫০
‘রাস্তায় লাইসেন্স চেক করা আমি শিখিয়েছি’

আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যানবাহনের লাইসেন্স চেক করছেন। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাস্তায় লাইসেন্স চেক করা প্রথম আমি শিখিয়েছি।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা কাদের বলেন, ‘আগামী সোমবারের মন্ত্রীসভায় শিক্ষার্থীদের আন্দোলনের দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে সড়ক পরিবহন আইনও অনুমোদন করা হবে ‘

আজ ২ আগস্ট, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। শিক্ষার্থীরা মন্ত্রী থেকে শুরু করে পুলিশ, সাংবাদিকসহ সবার গাড়ির লাইসেন্স চেক করার বিষয়ে তিনি আরো বলেন, ‘আমি রাস্তায় গাড়ি ধরে ড্রাইভিং লাইসেন্স চেক করেছি। আর কোন দেশের মন্ত্রী চেষ্টা করেছে দেখেছেন?’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে