ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আমিও শিশুদের হয়ে রাস্তায় দাঁড়াব : শাকিব খান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০২ ১৬:২০:৩১
আমিও শিশুদের হয়ে রাস্তায় দাঁড়াব : শাকিব খান

অথচ এই শিশুদের গায়েও হাত তোলা হচ্ছে। আমি এই বিষয়ের প্রতিবাদ করছি। প্রশাসনের কাছে অনুরোধ করছি শিশুদের গায়ে হাত তুলবেন না। আপনার বাসায়ও এমন শিশু রয়েছে। এই কোমলমতি শিশুদের দাবি মেনে নিন। তাদের আবারও সুন্দর পরিবেশে স্কুলে যাওয়ার পরিবেশ তৈরি করে দিন। আমি এই আন্দোলনের সমর্থন করছি। শিশুদের গায়ে হাল তোলার প্রতিবাদ করছি। প্রয়োজন হলে আমিও শিশুদের হয়ে রাস্তায় দাঁড়াব।’

জরিতদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ নিয়ে তিনি আরো বলেন, ‘দুজন শিক্ষার্থী মারা গেছে, তাদের বন্ধুরা রাস্তায় নেমেছে বিচার চাইতে। তারা তো নামবেই। আইনশৃঙ্খলা ঠিক রাখতে শিশুদের বুঝিয়ে রাস্তা থেকে ক্লাশরুমে নিন। তারা তো অন্যায় কোনো দাবি করছে না। যারা রাস্তায় মানুষ মারছে তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।’

শাকিব গতকালের আন্দোলনকারীদের উপর হামলার ঘটনা উল্লেখ্য করে বলেন, ‘দুজন শিক্ষার্থী মারা গেছে, তাদের বন্ধুরা রাস্তায় নেমেছে বিচার চাইতে। তারা তো নামবেই। আইনশৃঙ্খলা ঠিক রাখতে শিশুদের বুঝিয়ে রাস্তা থেকে ক্লাশরুমে নিন। তারা তো অন্যায় কোনো দাবি করছে না। যারা রাস্তায় মানুষ মারছে তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে