ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

টি২০`তে বাংলাদেশ সবচেয়ে বেশি জয়ের দেখা পেয়েছে মাশরাফির নেতৃত্বে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০২ ১৩:৫৩:১৯
টি২০`তে বাংলাদেশ সবচেয়ে বেশি জয়ের দেখা পেয়েছে মাশরাফির নেতৃত্বে

এখন পর্যন্ত ৮০ টি টি২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে জয়ী হয়েছে মাত্র ২৩ ম্যাচ,হেরেছে ৫৮ টি ম্যাচ ও পরিত্যক্ত ম্যাচের সংখ্যা ২। টি২০`তে বাংলাদেশ সবচেয়ে বেশি জয়ের দেখা পেয়েছে মাশরাফির নেতৃত্বে। তার নেতৃত্বে ২৮ ম্যাচ খেলে ১০ টিতে জয়ের দেখা পেয়েছে। এছাড়া মুশফিকের নেতৃত্বে ২৩ ম্যাচ খেলে ৮ টিতে,সাকিবের নেতৃত্বে ১২ ম্যাচ খেলে ১ টিতে,আশরাফুলের নেতৃত্বে ১১ ম্যাচ খেলে ২টিতে, মাহমুদউল্লাহ নেতৃত্বে ৫ ম্যাচ খেলে ১ টিতে এবং শাহরিয়ার নাফিসের নেতৃত্বে ১ ম্যাচ খেলে ১ টিতে জয় পায় বাংলাদেশ।

তবে এতদিন হয়ে গেলেও বাংলাদেশ এখনো টি২০`র জন্য মানানসই খেলোয়াড় তৈরি করতে পারেনি। টাইগারদের টি২০ খেলার উপযোগী খেলোয়াড় নেই বললেই চলে। টি২০ স্পেশালিষ্ট বলে যাদের চালিয়ে দেওয়া হয় তাদের ব্যাটে রান দেখাও যেন আমাবস্যার চাঁদের মতোই।

সাব্বির, যাকে বলা হয় টি২০ স্পেশালিষ্ট, হার্ডহিটার। তার এই ফরম্যাটেই ষ্ট্রাইকরেট মাত্র ১২২.৫৯। ৪১ ম্যাচ খেলে সংগ্রহ মাত্র ৯০৬ রান। সৌম্য সরকার, যাকেও বলা হয় হার্ডহিটার, টি২০ স্পেশালিষ্ট। তাঁর ষ্ট্রাইকরেটও মাত্র ১২৪.১৪ । ৩৬ ম্যাচ খেলে তার সংগ্রহ মাত্র ৬৫৩ রান।

সবচেয়ে অবাক করা বিষয়, টি২০`তে ষ্ট্রাইকরেটের দিক দিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরের নামটি মোহাম্মদ রফিক! তাঁর ষ্ট্রাইকরেট ২৬০.০০। অবাক হওয়ার কিছু নেই, রফিক মাত্র একটি টি২০ ম্যাচ খেলেছেন, যেখানে ২৬০.০০ ষ্ট্রাইকরেটে করেছিলো ১৩ রান। জুনায়েদ সিদ্দিকের ৭ ম্যাচ খেলে ১৪৭.২২ ষ্ট্রাইকরেট ১৫৯ রানটি ষ্ট্রাইকরেটের দিকে দ্বিতীয়তে অবস্থান করছে।

বর্তমানে দলের পরিচিত মুখগুলোর মধ্যে সবার উপরে ষ্ট্রাইকরেট মাশরাফির! ৫৪ ম্যাচে ৩৭৭ রান করেছে সে ১৩৬.১০ ষ্ট্রাইকরেটে। টি২০ দলে খেলে এমন খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে ষ্ট্রাইকরেট মেহেদী মিরাজের। ১০ ম্যাচে ৬৭ রান করেছে সে ১৩১.৩৭ ষ্ট্রাইকরেটে।

সব জায়গাতেই শুধু তামিমব্যক্তিগত রানের দিক দিয়ে টি ২০ ফরম্যাটে সবার উপরের নামটি তামিম ইকবাল। ৬৬ ম্যাচ খেলে তার সংগ্রহ ১৪৩৩ রান।এ রান করতে সে ব্যাট করেছে ১১৫.৩৭ ষ্ট্রাইকরেটে। এক ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংসটি তামিমের দখলে। ওমানের বিপক্ষে তার অপরাজিত শতকটি এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র শতকও। সে ম্যাচে সে ১৬৩.৪৯ ষ্ট্রাইকরেটে ব্যাট করে ৬৩ বলে ১০৩ রান নিয়ে অপরাজিত ছিল। আবার চার ছয়ের বন্যার টি ২০ খেলায় দেশের হয়ে সর্বোচ্চ চার হাঁকিয়েছে তামিম।সে ১৫৬ টি চার মেরেছে। ছয়ের শীর্ষস্থানটি দখলে মাহমুদউল্লাহ রিয়াদের।সে ৪১ বার বলকে উড়ন্ত অবস্থায় সীমানার বাহিরে পার করেছে। এক সিরিজে সর্বোচ্চ রানটি দখলে রেখেছে তামিম। সর্বশেষ টি২০ বিশ্বকাপে ৬ ম্যাচে ১৪২.৫১ ষ্ট্রাইকরেটে ২৯৫ রান করেছিলো তামিম ইকবাল।

রোলিংয়ে সাকিব-মোস্তাফিজসর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছে সাকিব আল হাসান। তার সংগ্রহ ৭৭ উইকেট। বর্তমান দলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমানের সংগ্রহ ৩৭ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান করে জয়ী ম্যাচটি এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

পরিশেষে…পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় মাঝে মাঝে কেউ কেউ জ্বলে উঠলেও প্রকৃত অর্থে বিধ্বংসী ব্যাটিং বলতে যা বোঝায় তা নেই আমাদের দলে। বিগ হিট খেলোয়াড় নেই, রান টেনে নিয়ে যাওয়ার মতো খেলোয়াড় নেই। প্রকৃত অর্থে টি২০`র উপযোগী দুই একজন বাদে কেউ নেই। সব মিলিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ছন্নছাড়া অবস্থা আমাদের।

তাই কোটি টাইগার সমর্থককের প্রশ্ন- এর থেকে উত্তরণের পথ কি খুঁজে পাবে বাংলাদেশ?

তথ্য সংগ্রহঃ: ক্রিকইনফো ও ক্রিকবাজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে