ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

এখনই ডে-নাইট টেস্ট খেলতে চায় না বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০২ ১৩:০৯:৪০
এখনই ডে-নাইট টেস্ট খেলতে চায় না বাংলাদেশ

নবাগত আফগানিস্তান ও আয়ারল্যান্ড ছাড়া টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ভারত ও বাংলাদেশই এখন পর্যন্ত ডে নাইট টেস্ট খেলেনি। অন্য সব দেশই এর মধ্যে ডে-নাইট টেস্ট খেলে ফেলেছে। গেল বছর ডিসেম্বরে সর্বশেষ দেশ হিসেবে গোলাপি বলে টেস্ট খেলেছে জিম্বাবুয়ে।

ডে-নাইট টেস্ট খেলার প্রশ্নে নিজামউদ্দিন বলেছেন, ‘নিউজিল্যান্ড প্রস্তাব দেওয়ার পর আমরা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। আমরা এটাকে ইতিবাচক ভাবেই দেখছি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে আমাদের খেলোয়াড়দের এখনও বড় দৈর্ঘ্যের ডে-নাইট ম্যাচ খেলার সুযোগ হয়নি। একারণে এখনই ডে-নাইট টেস্ট নিয়ে ভাবছি না।’

ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যের ডে-নাইট ম্যাচ খেলে তবেই টেস্ট খেলতে চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে এরই মধ্যে বোর্ডে আলোচনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরলে খেলোয়াড়দের সাথে এ বিষয়ে আলোচনা করবেন জানিয়ে বিসিবির সিইও আরো বলেছেন, ‘আমরা আগে ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলে খেলতে চাই। এরপর ঘরের মাঠে ডে-নাইট টেস্ট খেলবো। আর দেশের বাইরেও ডে-নাইট টেস্ট খেলতে চাই। বোর্ডের নীতি নির্ধারনী পর্যায়ে আমরা আলোচনা করেছি। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরলে খেলোয়াড়দের সাথে আমরা এ বিষয়ে আলোচনা করব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে