ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

এবারের বিপিএলে এই ৮ জনের মধ্যে যাদেরকে ধরে রাখবে রংপুর রাইডার্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০২ ১১:১২:৫৬
এবারের বিপিএলে এই ৮ জনের মধ্যে যাদেরকে ধরে রাখবে রংপুর রাইডার্স

আগের আসরের ঢাকা, সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত বিপিএলে ষষ্ঠ আসর। শুধু তাই নয় এবারের বিপিএলে আসছে আরো অনেক নতুনত্ব। প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হচ্ছে ডিআরএস। জানা গেছে, মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে যাতে হৈ চৈ না হয় এবং জটিলতা দেখা না দেয়, তাই এবার ‘ডিআরএস’ সিস্টেম রাখার সিদ্ধান্তও একরকম চূড়ান্ত।

প্রতিটি ম্যাচে থাকবে একজন করে বিদেশি অ্যাম্পিয়ার। বিপিএলের এবারের আসরে প্রতিটি দল ধরে রাখতে পারবেন ৪ জন করে ক্রিকেটার। বিপিএলের গতবারের চ্যাম্পিয়ন মাশরাফি বিন মুর্তজা রংপুর রাইডার্স কোন ৪ জন ক্রিকেটারকে ধরে রাখবে? রংপুর রাইডার্স এর স্কোয়াডে রয়েছে বিশ্বের বাঘা বাঘা সব ক্রিকেটার।

মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মালিঙ্গা, রাবী বোপারা, সামিউল বাদ্রী, ডেভিড উইলি, কুশাল পেরেরা, থিসারা পেরেরা, সহ দেশ সেরা আরেক পেসার রুবেল হোসেন এবং নাজমুল অপু। গত মৌসুমের ফাইনাল শেষে গুঞ্জন উঠেছিল এবারের মৌসুমে ও তাদের দলের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল।

এছাড়া অধিনায়ক হিসেবে এবারের মৌসুমে তাদের দলে দেখা যাবে মাশরাফি বিন মর্তুজা কে। আর তাই রংপুর রাইডার্সের হয়ে এই দুই জন এক প্রকার নিশ্চিত। তৃতীয় ক্রিকেটার হিসেবে রংপুর রাইডার্স রেখে দিতে পারে বাংলাদেশের পেসার রুবেল হোসেনকে। অা চতুর্থ ক্রিকেটার হিসেবে তারা রেখে দিতে পারে স্পিনার নাজমুল হাসান অপু/থিসারা পেরেরা, মধ্যে একজনকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে