ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

আন্দোলনরত ছাত্রকে পিকআপের চাপা, রুবেলের ক্ষোভ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০২ ০১:৩১:১৯
আন্দোলনরত ছাত্রকে পিকআপের চাপা, রুবেলের ক্ষোভ

বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। এই শোক ছুঁয়ে গেছে অন্যান্য স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের। তাই নির্মম এই ঘটনায় জড়িতদের বিচার ও গণপরিবহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করার দাবিতে গেল কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন রাজপথে সোচ্চার তারা।

এরই অংশ হিসেবে যাত্রাবাড়ীর শনির আখড়ায় রাস্তায় জড়ো হয় আশপাশের স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী। এ সময় তারা একটি পিকআপভ্যান থামিয়ে চালকের ড্রাইভিং লাইসেন্স চাইতে যায়। এ সময় পিকআপভ্যানটিকে আটকাতে একজন ছাত্র সামনে দাঁড়ায়। কিন্তু চালক পিকআপটি না থামিয়ে ওই শিক্ষার্থীর ওপর দিয়ে চালিয়ে দেয়।

মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছাত্রকে চাপা দেওয়ার ভিডিওটি। এটা চোখ এড়ায়নি রুবেলের।

এই ভিডিওটি নিজের ভেরিফায়েড পেজ থেকে পোস্ট করে জাতীয় দলের ডানহাতি পেসার লিখেন, ‘কিছুক্ষণ আগে জানতে পারলাম, আন্দোলনরত এক শিক্ষার্থীর ওপর ট্রাক তুলে দেওয়া হয়েছে। কেউ এতটা নির্মম হয় কী করে?’

স্বস্তির খবর হচ্ছে, পিকআপভ্যানের নিচে চাপা পড়া ওই ছাত্র বেঁচে আছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে পিকআপভ্যানের চালককে আটক করে পুলিশের হাতে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

২৯ জুলাই, রবিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান ওই দুই শিক্ষার্থী। আহত হয়েছেন ১২ জন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল ‘রেডিসন ব্লু’র উল্টো দিকের সড়কে ঘটে এ দুর্ঘটনা।

বাসচাপায় নিহত দুই শিক্ষার্থী শহিদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।

এ ঘটনার পর থেকে ৯ দফা দাবিতে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বুধবার চতুর্থ দিনের মতো শনির আখড়া, পল্টন, ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর ও উত্তরা হাউস বিল্ডিং এলাকার প্রধান সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে