ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শিক্ষার্থীদের আন্দোলন সমর্থন করে যা বললেন শাকিব খান

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০১ ২০:৫২:০৫
শিক্ষার্থীদের আন্দোলন সমর্থন করে যা বললেন শাকিব খান

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের এই আন্দোলন আমাদের বড়দের করার কথা অথচ সেটা করছে শিশুরা। আবার এই শিশুদের গায়েও হাত তোলা হচ্ছে। আমি এই বিষয়ে কড়া প্রতিবাদ করছি। একইসঙ্গে প্রশাসনের কাছে অনুরোধ করছি এই বাচ্চাদের গায়ে যেন হাত তোলা না হয়। আপনার বাসায়ও এমন শিশু রয়েছে।’

শাকিব আরও বলেন, ‘দু’জন শিক্ষার্থী মারা গেছে, তাদের বন্ধুরা, সহপাঠিরা রাস্তায় নেমেছে বিচার চাইতে। তারা তো নামবেই। আইনশৃঙ্খলা ঠিক রাখতে তাদের বুঝিয়ে রাস্তা থেকে ক্লাশরুমে নিন। তাছাড়া তাড়াতো অন্যায় কোনো দাবি করছে না। যারা রাস্তায় মানুষ মারছে তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।’

এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে আজ বুধবার রাজধানীর শনির আখরা এলাকায় একজন আন্দোলনকারীর ওপর দিয়ে ট্রাক চালিয়ে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওটি দেখে এক প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, ‘কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, একটি পিকআপ আটকালো ছাত্ররা। সবাইকে মাড়িয়ে পিকআপটি পালানোর চেষ্টা করছে। এটা কীভাবে সম্ভব? জলজ্যান্ত মানুষের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, এটাও কি সম্ভব? আমি আসলে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না।’

প্রসঙ্গত, শাকিব খান বর্তমানে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। যা ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে