বিক্ষোভে উত্তাল ঢাকা
বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বুধবার চতুর্থ দিনের মতো রাস্তায় নামে রাজধানীর বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্ররা। সকালে শনির আখড়ায় অবস্থান নেয় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, ইউনিভার্সাল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল এন্ড কলেজ, দনিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় তারা বিভিন্ন গণপরিবহন থামিয়ে চালকদের লাইসেন্স দেখতে চান। লাইসেন্স না থাকলে গাড়ি ভাঙচুর করেন।
এক পর্যায়ে একটি পিকআপ চালকের লাইসেন্স দেখতে চায় শিক্ষার্থীরা। তখন ওই পিকআপভ্যানের চালক ছাত্রদের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয়। এ সময় ছাত্ররা সবাই সরে যেতে পারলেও নারায়ণগঞ্জ তোলারাম কলেজের ছাত্র ফয়সাল আহমেদ গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
যাত্রাবাড়ী জোনের এসি ইফতেখায়রুল ইসলাম পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমরা এ রকম একটি ঘটনা শুনেছি। পিকআপের নম্বরটি সংগ্রহ করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
এদিকে সকাল থেকেই যাত্রাবাড়ী মোড়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শহীদ জিয়া গার্সল স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ক্যামিব্রিয়ান কলেজ, রোকেয়া আহসান কলেজসহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়।
এ সময় ‘উই ওয়ান্ট জাস্টিস, গণহত্যা আর না আর না’, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’, ‘আমার বোন কবরে, খুনি কেনো বাহিরে’ এসব স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
দুপুর ১২টার দিকে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় লাইসেন্স না থাকায় তারা একটি গাড়ি ভাঙচুর করে।
এদিকে শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ পড়েছেন চরম দুর্ভোগে। তাই অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং শেখ বোরহান উদ্দীন কলেজের শিক্ষার্থীরাও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশি এলাকায় জড়ো হয়।
অন্যদিকে আজিমপুর থেকে সাইন্সল্যাব পর্যন্ত বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। ইডেন কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেন।
এছাড়া উত্তরার বিমানবন্দর থেকে জসিম উদ্দিন হয়ে হাউস বিল্ডিং পর্যন্ত সড়কের দুইপাশ দখলে নিয়ে সকাল থেকেই বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
বিক্ষোভে অংশ নিয়েছে রাজউক স্কুল এন্ড কলেজ, মাইলস্টোন কলেজ, বঙ্গবন্ধু কলেজ, উত্তরা কলেজ, উত্তরা হাই স্কুলসহ বেশ কয়েকটি স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী। সড়ক অবরোধের কারণে এই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াদ হোসেন বলেন, এত সংখ্যক শিক্ষার্থী আজ রাস্তায় নেমেছে যে পুলিশের কিছুই করার নাই।
মিরপুর ১০ নম্বরের গোলচত্বর থেকে এক নম্বর পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে আন্দোলন করছেন ওই এলাকার আশপাশের স্কুল-কলেজ শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে তাদের সংখ্যাও বাড়তে থাকে। বেলা বারোটার দিকে তারা হুট করেই গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় পুলিশ ৫ শিক্ষার্থীকে আটক করে।
মতিঝিল শাপলা চত্বর মোড়েও দুপুরের দিকে অবস্থান নেয় নটের ডেম কলেজ, মতিঝিল আইডিয়াল, মতিঝিল মডেলসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে।
প্রসঙ্গত, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
নিহতরা হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম মিম।
এ ঘটনায় দিয়ার বাবা জাহাঙ্গীর আলম রোববার রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয় ওই মামলায়।
ওই ঘটনার পর দোষীদের বিচার চেয়ে ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সোমবার ও মঙ্গলবার সারাদিনই বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তারা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, মিরপুর-আব্দুল্লাহপুর রুটের জাবালে নূরের একাধিক বাস পাল্লাপাল্লি করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটায়। প্রতিবাদে সোমবার দিনভর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। ওই ঘটনায় ঘাতক বাসের চালক মো. মাসুম বিল্লাহসহ ৫জন গ্রেফতার হয়েছেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বোর্ড মিটিং শেষ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- বাদ লিটন দাস চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ১৬ সদস্যের স্কোয়াডে দুইটি বড় চমক
- ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে উড়িয়ে দিয়ে আইসিসি রেটিংয়ে বড় লাফ বাংলাদেশের, দেখেনিন সর্বশেষ তালিকা
- ব্রেকিং নিউজ: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- সব জল্পনা কল্পনার অবসান, ঘোষাণা দিয়ে দিলেন মুস্তাফিজ
- সাকিব-তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে বোর্ড মিটিং শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলো বিসিবি
- ঢাকার অবস্থা ভ*য়া*ব*হ খারাপ
- সৌদি রিয়াল রেটের বিশাল লাফ, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: নি*হত ৮৫৮ জন, আ*হত ১১ হাজার ৫৫১ জন
- হাসান আরিফের মৃত্যুতে শূন্য পদে নতুন উপদেষ্টা হিসেবে আসছেন যিনি
- ব্রেকিং নিউজ: হেলিকপ্টার দু*র্ঘ*ট*না*য় ভারতের সেনা প্রধান নি*হ*ত
- অবিশ্বাস্য হারে কমলো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- সৌদি রিয়াল রেটের বিশাল লাফ, দেখেনিন আজকের রেট কত
- অবিশ্বাস্য হারে বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত