ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

রাজপ্রাসাদের মালিক রোনালদো!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০১ ১৫:২৪:২৪
রাজপ্রাসাদের মালিক রোনালদো!

জুভেন্টাসের অনেক নামাদামী ফুটবলারই বসবাস করেছেন এই ঐতিহ্যবাহী বাড়টিতে। বিশেষ করে ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফাবিও ক্যানাভারো ও জিনেদিন জিদান জুভেন্টাসে থাকাকালীন অস্থায়ীভাবে বসবাস করেছেন এই বাড়িতে। তবে সেটা ভাড়ায়। অর্থের বিনিময়ে জুভেন্টাস ক্যারিয়ারের পুরোটা সময় থেকেছেন এই বাড়িতে। কিন্তু ভাড়ার সেই ঝক্কি-ঝামেলায় মোটেও যেতে চাননি রোনালদো। তাই ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাহাড়ের টিলার ওপর অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাড়িটি কিনে নিয়েছেন তিনি।

তুরিনের পিয়াজ্জা ভিত্তোরিও ভেনেতো স্কয়ারের কাছেই অবস্থিত ‘ডাবল ভিলা’ খ্যাত বাড়িটিতে মূলত দুটি ভবন রয়েছে। বাড়িটির ঠিক পেছন দিয়েই বয়ে গেছে শান্ত-স্রোতের একটা নদী।

স্পেনের মাদ্রিদেও নিজের একটা বাড়ি আছে তার। রিয়ালে থাকাকালে মাদ্রিদ শহরের প্রাণকেন্দ্রের সেই বাড়িতেই থাকতেন পর্তুগিজ তারকা। গুঞ্জন উঠেছে বাড়িটি শিগগিরই বিক্রি করে দিবেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে