ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

‘সাব্বিরের নারী কেলেঙ্কারি’ টিভিতে ড্রাইভারের বক্তব্য!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০১ ১২:৪৫:০৫
‘সাব্বিরের নারী কেলেঙ্কারি’ টিভিতে ড্রাইভারের বক্তব্য!

টানা ব্যর্থতা পাশ কাটিয়ে জন্ম দিয়েছেন একের পর এক বিতর্কের। রেকর্ডের খাতা ভড়তে না পারলেও রেকর্ড পরিমাণ জরিমানা দিয়ে এই ক্রিকেটার বিসিবির এ্যাকাউন্ট ভারি করেছেন ‘সো কল টি-টোয়েন্ট স্পেশালিস্ট’। অবশেষে হার্ডহিটার খ্যাত সাব্বির রহমানের থলের বিড়াল বেরিয়ে গেল। এবার দলে টিকে থাকা কঠিন-ই হবে সাব্বির রহমানের জন্য।

কেন এই ভরাডুবি? প্রশ্নটি উত্থাপন করেছেন ৭১ টিভির উপস্থাপক। বললেন, ‘দর্শক সাব্বিরের ব্যক্তিগত ড্রাইভারের বক্তব্য শুনলে কিছুটা আন্দাজ করতে পারবেন।’ সাব্বিরের নারী কেলেঙ্কালির ঘটনা ফাঁস করেদিলেন তারই গাড়ী ড্রাইভার। ৭১ টিভি চ্যানেলে এক সাক্ষাতকারে প্রকাশ্যেই সাব্বিরের ড্রাইভার নারী কেলেঙ্কালির ঘটনার তথ্য ফাঁস করলেন। সঙ্গে তাকে জুতা দিয়ে পেটানোর ঘটনাও জানিয়েছেন টিভি সাক্ষাতকারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে