ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

আবারো ব্যর্থ সৌম্য সরকার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০১ ১২:০২:০২
আবারো ব্যর্থ সৌম্য সরকার

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট ও ওয়ানডে দলে ছিলেন না কিন্তু আবারো তাকে সুযোগ দেওয়ে হল টি-টোয়েন্টিতে। কিন্তু সেই একই অবস্থা। ব্যাটিং করাটাই যেন তার এখন একদম অজানা।

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তামিমের সাথে ওপেনিং ব্যাত করতে নেমে দাঁড়িয়ে-দাঁড়িয়ে নিজের উইকেট বিসর্জন দিলেন সৌম্য সরকার! নার্সের সোজা ডেলিভারিতে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হন বাঁহাতি ওপেনার।

ব্যাটের সঙ্গে নেই পায়ের কোনো সংযোগ। ছিল না বল বল বোঝার ক্ষমতা। তার আউটের সময় বাংলাদেশের রান ২ উইকেটে ৫ রান। আর শেষ পর্যন্ত ১০ ওভারে ৯৫ রান করলেও শেষের দিকের ব্যর্থতায় ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরঃ-বাংলাদেশ: ১৪৩/৯ (ওভার: ২০)মাহমুদউল্লাহ রিয়াদ ৩৫, লিটন দাস ২৪, সাকিব আল হাসান ১৯, মুশফিকুর রহিম ১৫, আরিফুল হক ১৫।কাসরিক উইলিয়ামস ৪/২৮, নার্স ২/৬, কেমা পল ২/২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে